১) ‘ভগবান সর্বত্র আছেন, এবং প্রত্যেক ক্ণায় আছেন। কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন। তাই জন্যই ভগবানরূপী মানুষের সেবা করাই ভগবানের আসল সেবা।’
২) ‘সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত। কারণ সত্যির মাধ্যমেই ভগবানকে অনুভব করা যেতে পারে।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now৩) ‘সংসারের চারিদিকে যাত্রা করে ফেলুন কিন্তু তাতেও আপনি কোথাও কিছুই পাবেন না। যেটা আপনি প্রাপ্ত করতে চান, সেটা তো আপনার মধ্যেই সর্বদা বিরাজমান।’
৪) ‘তুমি রাত্রে আকাশে অনেক তারা দেখতে পাও কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের আর দেখা যায়না। ঠিক এই ভাবেই অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে প্রাপ্ত করতে না পারো, তাহলে এর মানে এটা মোটেই নয় যে ভগবান নেই।’
৫) ‘শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ প্রেম একই জিনিস। জ্ঞান আর প্রেমের মাধ্যমে লক্ষ্য পূরণ করা যেতে পারে। আর এখানে প্রেম নামক রাস্তাটি বেশি সহজ।’
৬) ‘সাংসারিক বিষয়ের উপর জ্ঞান মানুষকে জেদি বানিয়ে তোলে। জ্ঞানের অভিমান হল একটি বন্ধন।’
৭) ‘যেই ভাবে ধুলো পূর্ণ আয়নার উপর সূর্যের আলোর প্রতিবিম্ব পড়ে না। ঠিক সেইভাবেই মলিন মনের উপর ঈশ্বরের প্রকাশের প্রতিবিম্ব পরা সম্ভব নয়।’