গাঁজা বলতে আমদের মাথায় যে কথা আসে তা হল এটি একটি নিষিদ্ধ দ্রব্য। কিন্তু পৃথিবীর এরকম অনেক দেশ আছে যেখানে গাঁজা নিষিদ্ধ নয়। গাঁজা ব্যবহার করার অনুমতি দিয়েছে সরকার পক্ষ। ২০১৩ সালে এই দক্ষিণ আমেরিকার উরুগুয়েতে ১৮ বছরের মানুষদের গাঁজা ব্যবহারে সম্পূর্ণ অনুমতি দেয়।
বাড়িতে গাছ লাগানোর পাশাপাশি, এখানে স্থানীয় ওষুধের দোকানে গাঁজা বিক্রির অনুমতি দেওয়া হয়। এছাড়াও আমেরিকার ১১টি প্রদেশ যেমন ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ইলিনয়েস, মাইন, কলোরাডো, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, ম্যাসাচুসেটস, নাভেদা, ওরিগাঁও, ভেরমন্ট এই সব জায়গায় গাঁজা বিক্রি ও রাখার আইন ভিন্ন ভিন্ন। কিন্তু তাই বলে একেবারে নিষিদ্ধ নয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএমনকি ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার সংবিধান আদালত গাঁজার ব্যবহার অনুমতি দেয়। এখানকার মানুষ এখন ব্যক্তিগত ভাবে গাঁজা ব্যবহার করতে পারেন। ২০১৮ সালে কানাডা সরকার গাঁজা ব্যবহারের অনুমতি দেয়, তখন থেকে এখানে চিকিৎসা ক্ষেত্রে গাঁজা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।