সম্প্রতি অভিনেত্রী সোমাশ্রী ভট্টাচার্য-এর একটি ভিডিও ইন্সটাগ্রামে ভাইরাল হয়েছে। সেই ভিডিওয় সোমাশ্রীকে দেখা যাচ্ছে পিচ রঙের বিকিনি পরে সুইমিং পুলের জলে দাপিয়ে সাঁতার কাটতে। সোমাশ্রী এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘করুণাময়ী রানী রাসমণি’-তে রানী রাসমণির নাত বৌ প্রসন্নময়ী দাসীর চরিত্রে অভিনয় করছেন। সোমাশ্রীর অভিনীত প্রসন্নময়ী চরিত্রটি অবুঝ, সরল, মিষ্টি একটি মেয়ে। সে সেকেলে উত্তর কলকাতার আটপৌরে শাড়ি পরা, গয়না পরা ষোড়শী বধূ। তার সেকেলে রূপ দেখে কল্পনা করা যায় না সোমাশ্রীর আসল রূপ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসোমাশ্রী সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ। প্রায়ই তিনি ইন্সটাগ্রামে বিভিন্ন ফটো শেয়ার করে থাকেন। তাঁর পছন্দ ওয়েস্টার্ন আউটফিট। বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন আউটফিটে ফটো পোস্ট করেন সোমাশ্রী।
‘করুণাময়ী রানী রাসমণি’র পাশাপাশি ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকেও অভিনয় করছেন সোমাশ্রী। দুটি সিরিয়ালের সম্পূর্ণ দুটি ভিন্নধর্মী চরিত্রে সোমাশ্রীর অভিনয় দক্ষতা দর্শকদের প্রশংসা অর্জন করেছে।