প্রতিবেদনটি মূলত করুময়ী রাণী রাসমণি ধারাবাহিকে ‘প্রসন্ন’কে নিয়ে। প্রসঙ্গত, ‘রেশম ঝাঁপি’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন সোমাশ্রী ভট্টাচার্য। এরপর অন্যান্য চরিত্রে অভিনয় করলেও রাণী রাসমণি ধারাবাহিকে প্রসন্ন একদম মিষ্টি একটি চরিত্র। স্বামীর বাধ্য, অনুরাগী, সহজ-সরল একটি ক্যারেক্টার। কিন্তু আপনি যদি তাঁর ইন্সটাগ্রামে উঁকি দেন তবে বুঝতে পারবেন কেমন স্টাইলিশ এই প্রসন্ন। কখনো সোমাশ্রী হট প্যান্টে তো কখনও শর্ট ড্রেসে। আবার কখনো সাদা ড্রেসে অফ শোল্ডার টপে।
View this post on Instagram
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকয়েকদিন আগেই সাদা পোশাকে হট অবতারে ধরা দেন টেলি অভিনেত্রী। সাদা শার্টে কীভাবে উষ্ণতা ছড়াতে হয় তা সোমাশ্রী ভালমতো জানেন।
View this post on Instagram
সোমাশ্রী ভট্টাচার্যকে কেন্দ্র করে একটি মজার বিষয় না আলোচনা করলেই নয়। যারাই টেলিভিশনের পর্দায় পৌরাণিক চরিত্র করেন বা গ্রামের বউ এর চরিত্র করেন বা অবলা নারী টাইপের চরিত্র করেন তাঁরা রিয়েল লাইফে কেমন বোল্ড তাই নয় কি? উদাহরন আপনাদের নাই বা দেওয়া হল। যারা সোশ্যাল মিডিয়ায় একটিভ বা যারা সিরিয়ালের পোকা তাঁরা নিশ্চয় জানেন রিল ও রিয়েলের ফারাক।