সেই উদ্দেশ্যে, রাজ্যবাসীকে বড় বড় সমাবেশ না করার অনুরোধ করা হচ্ছে এবং বাপ্পাকে বাড়িতে নিয়ে গিয়ে চার দেয়ালের মধ্যে উৎসব চালিয়ে যেতে বলা হচ্ছে। অবশ্য মানুষ এই দিনটিকে স্মরণ করার জন্য সৃজনশীল উপায় নিয়ে এসেছে। স্বাস্থ্যকর পরিবেশের প্রচার ও স্বাবলম্বী হওয়ার দিকে পদক্ষেপ গ্রহণের জন্য পরিবেশ-বান্ধব উপকরণের সাহায্যে প্রতিমা তৈরি করা হচ্ছে।The youth of Bale village in Solapur (MH) started embodying the image of Ganpati Bappa in a half acre farm a month ago. Now it is complete after their hard work.
— Baba Albert Einsteindev (@BabaEinsteindev) August 20, 2020
¦¦ Ganapati Bappa Morya ¦¦ ?❣️? pic.twitter.com/9Vdy8mS5oG
অর্ধ একর জমির উপর তৈরি হলো গণেশের চিত্র, প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের
আসন্ন গণেশ চতুর্থীর আগে ট্যুইটারে ভাইরাল হল একটি ভিডিও। এতে দেখা যাচ্ছে, মহারাষ্ট্রের সোলাপুর জেলার বালে গ্রামের এক দল যুবক অর্ধ একর জমির উপর গনেশের চিত্র তৈরি করেছেন। 'বাবা অ্যালবার্ট…

আরও পড়ুন