আবারো ঘরে বসেই রিল বানালেন অভিনেত্রী। এদিন সাদা শাড়ি ও জাম রঙের ডিজাইনার ব্লাউজেই দেখা দিয়েছিলেন তিনি। অগোছালো হেয়ার স্টাইলে শাড়ির আঁচল সরিয়েই রিল বানিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং গান ‘সাঁইয়া দিলমে আনা রে’র তালেই দেখা দিয়েছিলেন ক্যামেরার সামনে। দক্ষতার সাথেই গানের হুক স্টেপে পা মিলিয়েছিলেন অভিনেত্রী। নিজের এই সাম্প্রতিক বোল্ড রিল ভিডিওর সূত্র ধরেই নেটদুনিয়ার একাংশের মাঝে উষ্ণতা ছড়িয়েছেন সোফিয়া। তাপমাত্রা বাড়িয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতাতেও। বলাই বাহুল্য, নিজের এই সম্প্রতিক ঝলকের সূত্র ধরেই মিডিয়ার পাতায় নেটনাগরিকদের একাংশের পাশাপাশি নিজের অনুরাগীদের অধিকাংশেরই হুঁশ উড়িয়েছেন সোফিয়া আনসারি।View this post on Instagram
‘সাইয়া দিলমে আনা রে’ গানে শারীর এনার্জেটিক ডান্স করলেন সোফিয়া আনসারি, ভিডিও দেখার জন্য লোকে পাগল
সোফিয়া আনসারি সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয় নেটনাগরিকদের মাঝে। তিনি নিজেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেই ব্যক্ত করেন। পাশাপাশি তার সোশ্যাল মিডিয়ার বিশ্লেষণ অনুযায়ী, তিনি একাধারে মডেল এবং অভিনেত্রীও। নেটদুনিয়ায় তার…

আরও পড়ুন