সাম্প্রতিক অভিনেত্রীর বানানো রিল ভিডিওতে সবুজ খোলামেলা মনোকিনিতেই ছিলেন তিনি। এই ঝলকে অগোছালো চুলে একটি ক্ল্যাচার লাগিয়েই নিজের উরুর নতুন ট্যাটু ক্যামেরার সামনে শোঅফ করতে দেখা গিয়েছে তাকে। এদিন তার বাটারফ্লাই ট্যাটুটি নিঃসন্দেহে নজর কেড়েছে বেশিরভাগেরই। প্রশংসাও করেছেন অনেকে। লাল লিপস্টিকে এদিন অভিনেত্রীর বোল্ড হাবভাব নজর এড়ায়নি। বলাই বাহুল্য, এদিন ঝলকের শেষে তার এক ঝলক হাসির দেখা মিলেছে, যা আবারো ঘায়েল করেছে তার ভক্তদের। অবশ্য সেকথা ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই বোঝা যাবে।
শরীরের এই অংশে ট্যাটু করিয়েছেন Sofia Ansari, বাচ্চাদের সামনে ভিডিওটি দেখবেন না
সোফিয়া আনসারি সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ জনপ্রিয় নেটনাগরিকদের মাঝে। তিনি নিজেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেই ব্যক্ত করেছেন। পাশাপাশি তার সোশ্যাল মিডিয়ার বিশ্লেষণ অনুযায়ী, তিনি একাধারে মডেল এবং অভিনেত্রী। নেটদুনিয়ায় তার…

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?