Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আগামীকাল থেকে বন্ধ বিয়েবাড়ি সহ সমস্ত সামাজিক অনুষ্ঠান, কড়া নির্দেশিকা রাজ্যের

করোনা সংক্রমনের জেরে রীতিমতো বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশজুড়ে। নতুন মিউট্যান্ট স্ট্রেন সংক্রমণ হার এবং মৃত্যুহার দুই বাড়িয়ে তুলছে। গোটা দেশের পাশাপাশি ভোটমুখী বাংলার অবস্থা বেশ শোচনীয়। ভোটগ্রহণ শেষ হয়ে…

Avatar

করোনা সংক্রমনের জেরে রীতিমতো বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশজুড়ে। নতুন মিউট্যান্ট স্ট্রেন সংক্রমণ হার এবং মৃত্যুহার দুই বাড়িয়ে তুলছে। গোটা দেশের পাশাপাশি ভোটমুখী বাংলার অবস্থা বেশ শোচনীয়। ভোটগ্রহণ শেষ হয়ে গেলেও করোনা সংক্রমনের ঊর্ধ্বমুখী গ্রাফ থামছে না। বর্তমানে বাংলায় প্রায় প্রতিদিন ১৮ হাজারের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এরমধ্যে রেকর্ড সংখ্যক মৃত্যু হচ্ছে প্রতিদিন। এই ভয়ঙ্কর অবস্থায় রাজ্য সরকার একাধিক নিয়মাবলী নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে যাতে বলা যায় আগামীকাল থেকে বাংলা থাকবে লকডাউনেরাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার থেকে রাজ্যের সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠানে জমায়েত করা বন্ধ করা হয়েছে। আজ শুক্রবার দীর্ঘ বৈঠকের পর এই নয়া নির্দেশিকা জারি করা হয়। জানানো হয়েছে যতদিন অব্দি নতুন নির্দেশিকা আসবে অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য এই নিয়ম জারি থাকবে। নির্দেশিকায় বলা হয়েছে, আগামীকাল থেকে কোন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাসংক্রান্ত সেমিনার বা বিনোদনমূলক কোন সামাজিক অনুষ্ঠানে জমায়েত করা যাবে না। জমায়েত হয়েছে দেখলে মহামারী আইন অনুযায়ী কঠিন আইনী পদক্ষেপ নেওয়া হবে।এছাড়াও নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে যে, শনিবার থেকে রাজ্যের সমস্ত রেস্তোরা বা বার, জিম, স্পা, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স, শপিংমল, বিউটি পার্লার, সিনেমা হল বন্ধ থাকবে। বাজার নির্দিষ্ট সময়ের জন্য শুধুমাত্র খোলা হবে। প্রতিদিন সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে বাজার। তারপর আবার দুপুর ৩ টে থেকে বিকেল ৫ টা অব্দি দোকান খোলা থাকবে। তবে বাজার বন্ধ থাকলেও অত্যাবশ্যকীয় জিনিসপত্র যেমন ওষুধ, মুদিখানা, পেট্রোল পাম্প, এলপিজি ডিস্ট্রিবিউটর, দুধের দোকান ইত্যাদি খোলা থাকবে। এছাড়া নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে রাস্তায় বেরোলে সামাজিক দূরত্ব মানতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে।
About Author