Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঘরে এলো ফুটফুটে সন্তান, খুশিতে বড়সড় সিদ্ধান্ত নিলেন ‘নকশি কাঁথা’র রোহিনী

টলিটাউনের সেলিব্রিটিরা এই মুহূর্তে ব্যস্ত ফ্যামিলি প্ল‍্যানিং নিয়ে। একের পর এক সেলিব্রিটি বসছেন বিয়ের পিঁড়িতে। তার উপর চলছে টক্কর দিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করার। এর মধ্যেই মা হলেন টেলিটাউনের…

Avatar

টলিটাউনের সেলিব্রিটিরা এই মুহূর্তে ব্যস্ত ফ্যামিলি প্ল‍্যানিং নিয়ে। একের পর এক সেলিব্রিটি বসছেন বিয়ের পিঁড়িতে। তার উপর চলছে টক্কর দিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করার। এর মধ্যেই মা হলেন টেলিটাউনের জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চ্যাটার্জী (Sneha chatterjee)। গত 5 ই ফেব্রুয়ারি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্নেহা পুত্রসন্তানের জন্ম দিলেন। তবে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর মিডিয়ায় ছড়িয়ে পড়েনি।

লকডাউনের সময় অন্তঃসত্ত্বা হয়েছিলেন স্নেহা। কিন্তু অন্যান্য অভিনেত্রীদের মতো নিজের বেবিবাম্প প্রকাশ্যে আনেননি। ফলে তাঁর কলিগরাও অনেকেই জানতেন না স্নেহার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। প্রকৃতপক্ষে স্নেহা লো প্রোফাইলে থাকতে পছন্দ করেন। ব্যক্তিগত জীবনকে কোনোদিন তিনি মিডিয়ার সামনে তুলে ধরেননি। স্নেহা তাঁর পুত্রসন্তানের জন্মসংবাদ গোপন রাখতে চাইলেও তাঁর কলিগদের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে মিডিয়ায়। স্নেহা তাঁর পুত্রসন্তানের কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেননি। তবে স্নেহার পরিবারের তরফে জানানো হয়েছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঘরে এলো ফুটফুটে সন্তান, খুশিতে বড়সড় সিদ্ধান্ত নিলেন ‘নকশি কাঁথা’র রোহিনী

স্নেহার স্বামী সংলাপ ভৌমিক (saglap bhoumik) জানিয়েছেন, তিনি ও স্নেহা নবজাতকের জন্য দুটি ডাকনাম ঠিক করেছেন। তার একটি হলো ‘তুরুপ’, আরেকটি হলো ‘শুক্তো’। তবে শেষ অবধি ছেলের কি নাম হবে তা এখনও বুঝে উঠতে পারেননি সংলাপ-স্নেহা। আপাতত চার মাসের জন্য অভিনয়জগত থেকে দূরে থেকে সন্তান ও পরিবারকে সময় দিতে চান নতুন মা স্নেহা।

About Author