যুগের আধুনিকতার সাথে সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে স্মার্টফোন ব্যবহারের মাত্রা। আজকের দিনে ভারতের প্রায় প্রত্যেকের হাতে রয়েছে স্মার্টফোন। যার মাধ্যমে দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সমাধান করছেন অনেকেই। তবে সবার হাতে স্মার্ট ফোন থাকলেও অনেকেই স্মার্টফোনের সঠিক ব্যবহার জানেন না। হাতে থাকা একটি স্মার্টফোনের মাধ্যমে কত কিছু যে করা সম্ভব, সে সম্পর্কে ধারণা নেই বেশিরভাগ মানুষের। তবে এই স্মার্টফোনের সবচেয়ে বড় অসুবিধা হলো এর অ্যাপ্লিকেশনের ব্যবহার। যার ব্যবহার বেশিরভাগ মানুষ সঠিকভাবে করতে পারেনা।অনেক সময় দেখা যায় হঠাৎ করেই হাতে থাকা স্মার্টফোনের ভলুম তুলনামূলকভাবে কমে গেছে। আবার অনেক সময় ধীরে ধীরে স্মার্টফোনের ভলুম কমতেও দেখা যায়। যার জন্য অনেকেই কঠিন সমস্যার সম্মুখীন হন। কিভাবে এই সমস্যার সমাধান হবে তা ভেবে না পেয়ে ছুটে যান সার্ভিস সেন্টারে। তবে সেখানে গিয়ে সর্বস্ব লুট হতে হয় স্মার্টফোন ব্যবহারকারীকে। সামান্য কাজের মাধ্যমে লম্বা বিল ধরিয়ে দেওয়া হয় গ্রাহকদের হাতে।তবে আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি, যার মাধ্যমে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনের ভলুম বহুগুণ পর্যন্ত বাড়াতে পারবেন আপনি। এর জন্য সার্ভিস সেন্টার কিংবা অর্থ খরচ করার প্রয়োজন হবে না। শুধুমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করলেই হাতে থাকা স্মার্টফোনের ভলুম বেড়ে যাবে কয়েকগুণ পর্যন্ত।প্রথমে আপনাকে দেখতে হবে, আপনার হাতে থাকা স্মার্টফোনের স্পিকারের উপর ময়লা জমেছে কিনা। যদি স্পিকারের উপর ময়লা জমে থাকে তবে তা খুব সাবধানে পরিষ্কার করে ফেলুন। যদি এতেও আপনার সমস্যার সমাধান না হয়, তবে হাতে থাকা স্মার্টফোনের সেটিংস অপশনে প্রবেশ করে Sound & Notifications বা Sound & Vibrations অপশনে প্রবেশ করুন। সেখানে রিংটোন, হ্যান্ডসেট ভলুম এবং অ্যালাম অপশন পাবেন। সেখানে গিয়ে হ্যান্ডসেট ভলুমের পরিমাণটি বাড়িয়ে দিন। এছাড়া গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে স্মার্টফোনের সাউন্ড বৃদ্ধি করতে পারেন আপনি।