Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Nano-র থেকেও ছোট এই গাড়ি, মার্কেটে ব্যাপক জনপ্রিয় হচ্ছে এই ৩ সিটার ইলেকট্রিক গাড়ি

ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক…

Avatar

ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। অনেক নামীদামী কোম্পানী এই ইলেকট্রিক গাড়ি তৈরির রেস শুরু করেছেন। পাশাপাশি অনেক নতুন কোম্পানি অবিশ্বাস্য সমস্ত মডেল নিয়ে বাজারে আসছে। সম্প্রতি ইলেকট্রিক গাড়ি বাজারে বাজেটের মধ্যে তিন সিটার গাড়ি লঞ্চ করেছে ভারতীয় কোম্পানি Yakuza। নতুন এই গাড়ির নাম Yakuza Karishma।

গাড়িটির ডিজাইন অনেকটা Nano-এর মতো হলেও Nano-এর চেয়ে এটি অনেকটাই ছোট। গাড়িতে ৬০v৪২ah ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি পুরোপুরি চার্জে ৫০ থেকে ৬০ কিলোমিটার চলবে। চার্জিংয়ের জন্য ৬ ঘন্টা সময় লাগবে। গাড়িতে LED DRLs, প্রজেক্টর হেডল্যাম্প, LED ফগ ল্যাম্প, ব্রড গ্রিল, ক্রোম ডোর হ্যান্ডেল, কানেক্টেড LED টেলল্যাম্প, পাওয়ার উইন্ডো, এবং বোতল হোল্ডার রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি ভারতীয় মার্কেটে ছোট ইলেকট্রিক গাড়ি ব্যাপক জনপ্রিয় হচ্ছে। তাই তো অনেক কোম্পানি ফিচার লোডেড ছোট কম্প্যাক্ট ইলেকট্রিক গাড়ি তৈরি করছে। Yakuza Karishma গাড়িটি বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি এই গাড়ির দাম মাত্র ১.৭৯ লাখ টাকা। তাই বাজেট মূল্যে আপনি একটি ইলেকট্রিক গাড়ি কিনতে চাইলে এই Yakuza Karishma গাড়িটি আপনার বেস্ট অপশন হতে পারে।

About Author