Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Sleeper vande bharat: সুখবর! এবারে এই রুটে চলবে স্লিপার বন্দে ভারত ট্রেন, জেনে নিন বিস্তারিত

এখনো পর্যন্ত ভারতের প্রতিটি রাজ্যে অন্তত একটা করে বন্দে ভারত ট্রেন চালু হয়েছে, অথবা একটি ট্রেনের রুট সেই রাজ্যের উপর দিয়ে গেছে। ভারতে এই মুহূর্তে বন্দে ভারত সবথেকে দ্রুতগতির ট্রেন।…

Avatar

এখনো পর্যন্ত ভারতের প্রতিটি রাজ্যে অন্তত একটা করে বন্দে ভারত ট্রেন চালু হয়েছে, অথবা একটি ট্রেনের রুট সেই রাজ্যের উপর দিয়ে গেছে। ভারতে এই মুহূর্তে বন্দে ভারত সবথেকে দ্রুতগতির ট্রেন। তবে এবারে শোনা যাচ্ছে নাকি বন্দে ভারত ট্রেনে যুক্ত হতে চলেছে স্লিপার কোচ। তার উপর আবার জানা যাচ্ছে নাকি, প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন উপহার পেতে পারে রাজস্থান। স্লিপার বন্দে ভারত ট্রেনটি যোধপুর থেকে দিল্লি এবং মুম্বাই রুটের মধ্যে চলতে পারে, এমনটাও জানানো হচ্ছে প্রতিবেদনে। ভারতীয় রেল আরো জানাচ্ছে, বর্তমানে দিল্লি থেকে মুম্বাই রুটে কাজ চলছে এবং সেই কারণে ভারতীয় রেল এখনো পর্যন্ত এই রুটে স্লিপার বন্দে ভারত চালু করতে পারেনি। সম্ভাবনা আছে আর মাত্র দেড় মাসের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে। ভারতীয় রেলওয়ের আধা-উচ্চ গতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে স্লিপার কোচ যুক্ত হওয়ার মাধ্যমে দীর্ঘদূরত্বের যাত্রায় আরও বেশি আরামদায়ক পরিবহন ব্যবস্থার সুযোগ সৃষ্টি হবে।

নতুন স্লিপার কোচগুলিতে ১১টি তৃতীয় শ্রেণির, ৪টি দ্বিতীয় শ্রেণির এবং ১টি প্রথম শ্রেণির কোচ থাকবে। প্রতিটি কোচ বাতানুকূল হবে, যার অর্থ তৃতীয় শ্রেণির স্লিপার কোচও সম্পূর্ণ বাতানুকূল হবে। প্রতিটি কোচের বার্থগুলি তুলনামূলক চওড়া হবে, যা যাত্রীদের আরও বেশি আরামদায়কভাবে ঘুমাতে দেবে। যাত্রীদের পাশাপাশি রেলকর্মীদের জন্যও বার্থ সংরক্ষিত থাকবে স্লিপার কোচে। এছাড়া প্রতিটি কোচে মিনি প্যান্ট্রি থাকবে, যা যাত্রীদের ট্রেনে থাকাকালীন খাবার এবং পানীয় পরিবেশন করতে সহায়তা করবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নতুন স্লিপার কোচ যুক্ত হওয়ার পর বন্দে ভারত এক্সপ্রেসটিতে মোট ১৬টি কোচ থাকবে। প্রতিটি কোচে ১০০ জন যাত্রী পরিবহন করা যাবে। এই ট্রেনটি ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলতে পারে। ভারতীয় রেলওয়ের এই উদ্যোগটি দীর্ঘদূরত্বের ট্রেন ভ্রমণের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। স্লিপার কোচগুলি যাত্রীদের আরও আরামদায়ক এবং আরামদায়কভাবে ভ্রমণ করতে দেবে। এটি বিশেষ করে ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য এবং যারা পরিবার বা বন্ধুদের সাথে ভ্রমণ করছেন তাদের জন্য উপকারী হবে। নতুন স্লিপার কোচগুলির আনুমানিক চালু হওয়ার তারিখ হল ২০২৪ সালের মার্চ।

About Author