Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অক্সিজেনের অভাবে মৃত্যুর হল ছয় করোনা রোগীর, বরখাস্ত হাসপাতালের ডিরেক্টর সহ সাত কর্মী

পেশোয়ার: অক্সিজেনের অভাবে পাক সরকারি হাসপাতালে প্রাণ হারালেন ৬ জন করোনা রোগী। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও ২০০ জন। ইতিমধ্যেই সেই হাসপাতালের দায়িত্বে থাকা ডিরেক্টর-সহ ৭ জন কর্মীকে বরখাস্ত করা…

Avatar

পেশোয়ার: অক্সিজেনের অভাবে পাক সরকারি হাসপাতালে প্রাণ হারালেন ৬ জন করোনা রোগী। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও ২০০ জন। ইতিমধ্যেই সেই হাসপাতালের দায়িত্বে থাকা ডিরেক্টর-সহ ৭ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে সেই প্রদেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে। করোনা আক্রান্তদের মধ্যে ৫ জন ভর্তি ছিলেন কোভিড আইসোলেশন ওয়ার্ডে। বাকি ১ জন ছিলেন আইসিইউতে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে করোনা রোগীদের। কিন্তু কেন অভাব হল অক্সিজেনের? এই প্রশ্নের উত্তরে উঠে আসছে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। সেই প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী তৈমুর সালিম ঝাগরা প্রশ্ন তুলেছেন, “হাসপাতালে সন্ধেয় ৮ টা থেকে অক্সিজেনের অভাব হলেও কেন রাত ১২ টা পর্যন্ত সেই সমস্যার সমাধান করা হল না?”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঝাগরা এ-ও জানিয়েছেন, হাসপাতালের বেশ কয়েক জন স্বাস্থ্যকর্মী সেদিন হাসপাতালে উপস্থিত ছিলেন না। এমনকি চাঞ্চল্যকর ভাবে এমারজেন্সির কর্মীরাও ছিলেন না হাসপাতালে। হাসপাতালে এই অক্সিজেনের অভাবের ফলে প্রায় ২০০ জন রোগী প্রভাবিত হয়েছেন। যাদের মধ্যে ১০০ জনই করোনা আক্রান্ত। ইতিমধ্যেই পাকিস্তানে করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ।

About Author