Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাজেটের আগে ঐতিহ্যবাহী ‘হালওয়াই অনুষ্ঠানে’ যোগ দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

২০২০-২১ অর্থবর্ষে দেশের বাজেট কেমন হবে, কোন খাতে কত খরচ হবে, কোথা থেকে আসবে আর্থিক সংস্থান - তা জানা যাবে আর কয়েকদিন পর। তার আগে পরম্পরা মেনে হয়ে গেল 'হালওয়াই…

Avatar

২০২০-২১ অর্থবর্ষে দেশের বাজেট কেমন হবে, কোন খাতে কত খরচ হবে, কোথা থেকে আসবে আর্থিক সংস্থান – তা জানা যাবে আর কয়েকদিন পর। তার আগে পরম্পরা মেনে হয়ে গেল ‘হালওয়াই অনুষ্ঠান’। সোমবার নতুন দিল্লির নর্থ ব্লকে অর্থমন্ত্রকের তত্ত্বাবধানে প্রথা মেনে সম্পন্ন হলো ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান। প্রতি বছর বাজেটের কাগজপত্র ছাপাখানায় পাঠানোর আগে এই অনুষ্ঠান করা হয়ে থাকে। পরম্পরাগতভাবে এই প্রথা চলে আসছে বাজেট ঘোষণার প্রথম বছর থেকেই।

আজকের এই অনুষ্ঠানে সরকারের অন্যান্য আধিকারিকদের সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ড. নির্মলা সীতারমণ ও অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। হালওয়াই অনুষ্ঠানের মাধ্যমে অর্থমন্ত্রকের আধিকারিকদের এক জায়গায় নিয়ে আসা হয় এবং যতদিন না পর্যন্ত অর্থমন্ত্রী লোকসভায় বাজেট পেশ করছেন ততদিন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির নব নির্বাচিত সর্বভারতীয় সভাপতি হলেন জয় প্রকাশ নাড্ডা

হালওয়াই অনুষ্ঠান হল এমন এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান যেখানে একটা বড়ো কড়াইয়ে হালওয়াই বানিয়ে তা মন্ত্রকের সমস্ত সদস্যদের পরিবেশন করা হয়। প্রসঙ্গত, আগামী ১ লা ফেব্রুয়ারি ২০২০-২১ অর্থবর্ষের সাধারণ বাজেট বেশ করবেন দেশের অর্থমন্ত্রী ড. নির্মলা সীতারমণ। এদিন তারই প্রস্তুতি সেরে নিলেন তিনি।

About Author