Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

singhabad railway station: এটাই হলো ভারতের শেষ রেল স্টেশন, এখান থেকে পায়ে হেঁটে পৌঁছে যাওয়া যায় বিদেশে

ভারতে এই মুহূর্তে প্রায় ৮ হাজারের বেশি রেলস্টেশন রয়েছে। দেশের প্রায় প্রতিটি কোনায় রেলস্টেশন রয়েছে। ভারতে এমন কিছু রেলস্টেশন রয়েছে যার সঙ্গে ইতিহাসও জড়িয়ে রয়েছে। এরকম একটি রেল স্টেশন হলো…

Avatar

ভারতে এই মুহূর্তে প্রায় ৮ হাজারের বেশি রেলস্টেশন রয়েছে। দেশের প্রায় প্রতিটি কোনায় রেলস্টেশন রয়েছে। ভারতে এমন কিছু রেলস্টেশন রয়েছে যার সঙ্গে ইতিহাসও জড়িয়ে রয়েছে। এরকম একটি রেল স্টেশন হলো সিংগাবাদ। তবে এখানে মূলত পণ্যবাহী ট্রেন চলাচল করে থাকে। এই স্টেশনটির সঙ্গে বেশ কিছু ইতিহাস জড়িয়ে রয়েছে। বলা হয় এই রেলস্টেশনটি নাকি ভারতের সর্বশেষ রেলস্টেশন। এই স্টেশন থেকে পায়ে হেঁটেই নাকি বিদেশে চলে যাওয়া যায়। চলো রেল স্টেশনের ইতিহাসের ব্যাপারে জেনে নেওয়া যাক।

এই স্টেশনটি পশ্চিমবঙ্গের মালদহ জেলার হাবিবপুরে অবস্থিত। এই স্টেশনের একটা বিশেষত্ব রয়েছে। এই স্টেশন থেকে বাংলাদেশের সীমান্তের দূরত্ব বলতে গেলে খুবই সামান্য। এতটাই কম যে বলতে গেলে এখান থেকে মানুষ পায়ে হেঁটে ভিন দেশে বেড়াতে চলে যেতে পারে। ভারত পাকিস্তান ভাগের পর এই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। তবে ১৯৭৮ সালে আরও একবার এই স্টেশনে ট্রেন চলাচল শুরু করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই স্টেশন থেকে ট্রেনের মাধ্যমে বাংলাদেশ থেকে নেপালে সার রপ্তানি করা হয়। তবে সবথেকে বড় বিশেষত্বটি হল এই স্টেশনের সিগন্যাল থেকে মেশিন সবকিছুই ব্রিটিশ আমলে তৈরি করা। ২০০৮ সাল থেকে এই স্টেশনে যাত্রী ট্রেনের পরিষেবা শুরু হয়েছে। তবে যাত্রীবাহী ট্রেনের সংখ্যা মাত্র দুটি। সিঙ্গাবাদ স্টেশনের বোর্ডে ভারতের সীমান্ত অর্থাৎ শেষ রেলস্টেশন লেখা রয়েছে।

About Author