Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘আমার যত ভালোবাসা, সবটুকুরই ভাগ-নে’, ইউভানকে প্রথম দেখেই গান বাঁধলেন জিৎ গাঙ্গুলি!

এক শিশুর সাথে বাবা মায়ের সম্পর্ক যেমন মধুর হয় তেমন পারিপার্শ্বিক সম্পর্কগুলি খুব মিষ্টি হয়। যেমন মামা ভাগ্নের সম্পর্ক। কিন্তু এক্ষেত্রে ভাগ্নের জন্মের প্রায় ১১ মাস পর তাকে দেখল মামা।…

Avatar

By

এক শিশুর সাথে বাবা মায়ের সম্পর্ক যেমন মধুর হয় তেমন পারিপার্শ্বিক সম্পর্কগুলি খুব মিষ্টি হয়। যেমন মামা ভাগ্নের সম্পর্ক। কিন্তু এক্ষেত্রে ভাগ্নের জন্মের প্রায় ১১ মাস পর তাকে দেখল মামা। এত দেরীতে করলে তো ভাগ্নের রাগ তো মামাকে কমাতে হবে। শুধু চোখের দেখাই নয়, রীতিমতো কোলে তুলে আদর করতে হয় ভাগ্নেকে। হ্যাঁ এরকমই হল ছোট্ট ইউভানের সাথে। রাজশ্রী পুত্র ইউভান আর কিছুদিনের মধ্যে ১ বছরে পা রাখবে। আর তার কিছুদিন আগে শুভশ্রীর দাদা ওরফে টলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জিৎের সাথে দেখা ছোট্ট একরত্তির।

আর শনিবার ছোট্ট মিষ্টি ভাগ্নেকে কাছে পেয়ে খুনসুটিতে মাতল তাঁর সঙ্গীতশিল্পী মামা। ইনস্টাগ্রামে ভাগ্নের সঙ্গে প্রথম ছবিও দিলেন জিৎ। মামা যেমন জনপ্রিয় তেমনই ভাগ্নেও এই বয়সে অনেক জনপ্রিয়। প্রথমবার ভাগ্নের সঙ্গে প্রথম সাক্ষাতের মুহূর্ত নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন জিৎ। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট ইউভানকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছেন জিৎ। আর মামার দিকেও একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে রাজশ্রীর আদুরে পুত্র ইউভান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

'আমার যত ভালোবাসা, সবটুকুরই ভাগ-নে', ইউভানকে প্রথম দেখেই গান বাঁধলেন জিৎ গাঙ্গুলি!

জিৎ কত ভালো সুরকার তা সকলেই জানে তাই জন্য মজা করে, চাঁদ মিলিয়ে এই জনপ্রিয় সুরকার ছবির ক্যাপশনে লিখলেন ‘তোর সঙ্গে প্রথম দেখা, ভাগ্নে! আমার যত ভালোবাসা, সবটুকুরই ভাগ নে!’ এই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই নেটিজেনরা মামা-ভাগ্নের এই ভালোবাসার ছবি ঘিরে ভালোবাসা জানিয়েছেন। কমেন্ট বক্সে মামা ভাগ্নের জুটিকে ভালোবাসায় তাঁরা ভরিয়ে দিয়েছেন এই ছবিকে।

উল্লেখ্য,ইউভানের বাবা কেরিয়ারের প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ গানের হিট হওয়ার নেপথ্যে ছিল সুরকার জিৎ গাঙ্গুলি। এছাড়া রাজ পরিচালিত ‘চ্যালেঞ্জ’, ‘ প্রেম আমার’-এর মতো একাধিক সুপারহিট ছবিতে সুরকারের দায়িত্ব সামলেছেন জিৎ। এছাড়া শুভশ্রীর একাধিক সিনেমার গানে সুর দিয়েছেন জিৎ। পেশাগত আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এদের দেখার মতো। আর শুভশ্রীও জিৎকে বড় দাদার মতো সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসেন। সেই সূত্রে ইউভান তো জিৎের মামাই হবে। তবে বলাবাহুল্য টলিউডের এই মামা ভাগ্নে জুটি বেশ হিট হয়েছে। নিমেষে ভাইরাল হয় মামা ভাগ্নের প্রথম ছবি।

About Author