Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খঞ্জনি বাজিয়ে গান গাইলেন এক ব্যক্তি, দমফাটা হাসির ভিডিও তুমুল ভাইরাল

সোশ্যাল মিডিয়া মানেই বিভিন্ন সময়ে বিভিন্ন উপাদানের সমাহার। কখনও হাসি, কখনও কান্না, রাশি-রাশি মুক্তো-পান্না, কখনও প্রতিবাদ, কখনও ট্রোল। কফি হাউসের তর্ক এখন উঠে আসে সোশ্যাল মিডিয়ার দেওয়াল লিখনে। কখনও আবার…

Avatar

সোশ্যাল মিডিয়া মানেই বিভিন্ন সময়ে বিভিন্ন উপাদানের সমাহার। কখনও হাসি, কখনও কান্না, রাশি-রাশি মুক্তো-পান্না, কখনও প্রতিবাদ, কখনও ট্রোল। কফি হাউসের তর্ক এখন উঠে আসে সোশ্যাল মিডিয়ার দেওয়াল লিখনে। কখনও আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ্য বদল হয়ে যায় রাণু মন্ডলের মতো কোনো মানুষের। কখনও আবার ‘চা-কাকু’ মৃদুলবাবুর জন্য সাহায্য আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সোশ্যাল মিডিয়া ‘ভাইরাস” বানায় না, বরং ‘ভাইরাল’ করে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা গেছে একজন ভদ্রলোক সমানতালে খঞ্জনি বাজিয়ে গান গাইছেন এবং নাচছেন । গানের কথা ভালো করে বোঝা না গেলেও ‘দিওয়ানা’ কথাটি বোঝা যাচ্ছে। একজন নেটিজেন এই ভিডিওটি শেয়ার করলে অনেকেই তাঁকে এই ধরনের ভিডিও শেয়ার করার কারণ জিজ্ঞাসা করেন। ওই ব্যক্তি বলেন, যখন তাঁর মন খারাপ হয়, তখন তিনি এই ভিডিওটি দেখেন। এই ভিডিওটি দেখলে তাঁর মন ভালো হয়ে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নেটিজেনদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন, গায়কের পরিচয়। কিন্তু গায়কের পরিচয় এখনও জানা যায়নি। তবে এই ভিডিওটি নেটিজেনদের মধ্যে হাসির উদ্রেক করেছে। এই প‍্যান্ডেমিক পরিস্থিতিতে জীবনে একটু হাসির, একটু পজিটিভিটি-র খুব দরকার। ভাইরাল হয়ে যাওয়া গায়ক নিজের অজান্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন খুশির হরমোন যা অনায়াসেই তৈরি করতে পারে জীবনের প্রতি ইতিবাচক ভঙ্গি। হয়তো পৃথিবীর কোনো কোণে বসে তিনি নিজেও দেখছেন এই ভিডিও এবং তাঁর নিজের মুখেও ফুটেছে হাসি। এই গায়কের জন্য রইল অনেক জীবনমুখী শুভেচ্ছা।

About Author