Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রং লাগলে চুলের বারোটা বেজে যায়? কিভাবে দোল খেলার সময় সুরক্ষিত রাখবেন নিজের চুল

বাঙালির প্রিয় উৎসব দোল প্রায় আগত। দোল খেলার সময় আমাদের মাঝে মধ্যেই চুলের অবস্থা খারাপ হয়ে যায়। বাদুরের রং এবং আবির মিশে অনেক সময় চুল রুক্ষ হয়ে যায় এবং ঝরতে…

Avatar

By

বাঙালির প্রিয় উৎসব দোল প্রায় আগত। দোল খেলার সময় আমাদের মাঝে মধ্যেই চুলের অবস্থা খারাপ হয়ে যায়। বাদুরের রং এবং আবির মিশে অনেক সময় চুল রুক্ষ হয়ে যায় এবং ঝরতে শুরু করে। আমরা তখন বুঝতে পারিনা কোন আবির ভালো ছিল অথবা কোন আবির খারাপ। বা কোন রং ছিল টক্সিক। তাই সবার আগে দরকার এমন একটি পদ্ধতি অবলম্বন করা যার মাধ্যমে আপনার চুল ভালো থাকবে। সেরকমই কয়েকটি পদ্ধতি নিয়ে আমরা এলাম।

১) হেয়ার মাস্ক : যদি আপনি দোল খেলতে চান তাহলে চুলে আগে হেয়ার মাস্ক লাগিয়ে ফেলুন। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার মাস্ক উপলব্ধ। অথবা বাড়িতে বানানো হেয়ার মাস্ক আপনারা ব্যবহার করতে পারেন। বাড়িতে হেয়ার মাস্ক ব্যবহার করতে হলে আগে তেল, কারি পাতা এবং জবাফুল একটি পাত্রে নিয়ে অল্প আঁচে জ্বাল দিন। তারপর তেলটা ছেঁকে নিয়ে আলাদা করে রাখুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যখন তিলটা হালকা ঈষদুষ্ণ গরম থাকবে তখন চুলের গোড়া এবং পুরো চুলে লাগিয়ে ফেলুন। তারপর একটা গরম তোয়ালে দিয়ে চুল টা বেঁধে ফেলুন এবং ১৫ মিনিট অপেক্ষা করে চুল ভালো করে ধুয়ে ফেলুন। তারপর মধু আর অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে হালকা গরম করে মিশ্রন আপনার ভেজা চুলে লাগিয়ে ফেলুন। একটা মোটা চিরুনি দিয়ে চুল আছে মাথায় একটা শাওয়ার ক্যাপ পড়ুন। তারপর আপনার চুল ধুয়ে ফেলুন মোটামুটি ২০ মিনিট পরে।

২) চুলে কভার ব্যবহার করুন। যদি আপনি চুলে হেয়ার কভার করে তারপর ওড়না দিয়ে ঢেকে নিতে পারেন তাহলে আপনার রং লাগা পরিমাণ অনেকটা কম হবে। পাশাপাশি আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা অনেকটা কমে যাবে।

৩) যখনই দোল খেলে বাড়ি আসবেন তখন, সবার আগে শ্যাম্পু নয় জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। তারপর ভালো করে রং তুলে নিয়ে শ্যাম্পু দিন। শ্যাম্পু দেওয়ার পরে কন্ডিশনার ব্যবহার করুন অবশ্যই।

About Author