টেক বার্তা

সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিমি! ৪ সেকেন্ডে ৫০ কিমি গতি তুলতে পারে! বাজারে আসছে ‘মার্ক ২’

Advertisement
Advertisement

বেঙ্গালুরুর ইলেকট্রিক বাহন প্রস্তুতকারী কোম্পানি তথা স্টার্ট আপ Simple Energy তাদের প্রথম ই-স্কুটার লঞ্চ করতে চলেছে এই বছরেই। সম্প্রতি জানা গিয়েছে যে, আগামী ১৫ ই আগষ্ট লঞ্চ করা হবে এই ইলেকট্রিক স্কুটারটিকে। আপাতত স্কুটারটির কোনও নাম ঘোষণা করেনি কোম্পানি। ঘোষণা করা হয়েছে কেবল কোড নাম মার্ক ২। লং রেঞ্জের এই ইলেকট্রিক স্কুটার অনেকটাই দ্রুত গতির হবে বলে মনে করা হচ্ছে। এর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১০০ কিমি। অন্যদিকে একদম স্থির অবস্থা থেকে ৩.৬ সেকেন্ডে ৫০ কিমি গতি তুলতে সক্ষম হবে এই স্কুটার।

Advertisement
Advertisement

প্রেস বিবৃতিতে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে, আপাতত প্রথম ফ্ল্যাগশিপের ইলেকট্রিক স্কুটার Mark 2 তৈরির দিকেই মন দিয়েছে কোম্পানি। এই বছরের স্বাধীনতা দিবসের দিন লঞ্চ করতে গেলে তার আগে বাড়াতে হবে উৎপাদন। সম্প্রতি জানা গিয়েছে যে, এই ইলেকট্রিক স্কুটারে থাকবে ৪.৮ kW এর লিথিয়াম আয়ন ব্যাটারি। আরও জানা গিয়েছে যে ইকো মোডে এই স্কুটার ২৪০ কিমি যেতে সক্ষম।

Advertisement

এইবার জানা যাক এই স্কুটারের দাম সম্পর্কে। বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে এই স্কুটারে। কোম্পানির তরফ থেকে এই স্কুটারে দেওয়া হয়েছে টাচ স্ক্রিন, অন বোর্ড নেভিগেশন, ব্লুটুথ ইত্যাদি। কোম্পানির তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে যে, এই স্কুটারের দাম ১ লক্ষ ১০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে রাখবে কোম্পানি। বর্তমানে বেঙ্গালুরুতেই লঞ্চ করা হবে এই স্কুটার। তবে ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া হবে গোটা দেশে, এমনটাই জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button