সম্প্রতি সীমার নামের একটি অল্প বয়সী মেয়ে বলিউড খ্যাত ছবি ‘গুণ্ডে’র হিট গান ‘তুনে মারি এন্ট্রি’তে খোলা ছাদে তুমুল নাচলেন। খোলা চুলে, শিফন শাড়িতে বেশ লাস্যময়ী লাগছিল মেয়েটিকে। নাচের সময় মেয়েটির কোমর ও পেটের বেশিরভাগ অংশ ছিল উন্মুক্ত।তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যাবে তিনি প্রায়ই এমন নাচের ভিডিও শেয়ার করে থাকেন যা ভাইরাল হয় তার অনুরাগীদের মধ্যে। সোশ্যাল মিডিয়াতে সীমারের ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। অবশ্য তিনি তার বানানো বেশিরভাগ নাচের ভিডিওই শাড়ি পড়ে নিজের বাড়িতেই শুট করেন সে ঘরে হোক কিংবা ছাদে। এমনকি তার বানানো প্রতিটি ভিডিওতে ভিউজও আসে প্রচুর।
Viral: শিফন শাড়িতে উন্মুক্ত নাভি, খোলা ছাদে ‘তুনে মারি এন্ট্রি’তে তুমুল নাচ যুবতীর, ভাইরাল ভিডিও
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে তাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এখন অধিকাংশ মানুষই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান এই সোশ্যাল মিডিয়ায়। বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া…

By

আরও পড়ুন