২০২১ বিধানসভাকে লক্ষ্য করে গ্রাম-বাংলায় পদ্মফুল ফোটাতে সারা রাজ্যজুড়ে নতুন এক কর্মসূচি শুরু করেছে বিজেপি। তারা রাজ্যের গ্রাম বাংলায় গান্ধীজির আদর্শকে পৌঁছে দিতে ‘গান্ধী সংকল্প যাত্রা’ নামে কর্মসূচি শুরু করেছে। এই সংকল্প যাত্রা ১৫ তারিখ থেকে শুরু হয়েছে। এটা চলবে আগামী ২৬ তারিখ পর্যন্ত।
এবার এই কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তিনি রবিবার ডায়মন্ড হারবার বিষ্ণপুরে গান্ধী সংকল্প যাত্রার সূচনা করেন। তিনি বলেন, স্বচ্ছ ভারত গড়া শুধু সরকারের কাজ নেই। এর জন্য সাধারণ মানুষকে এগিয়ে আস্তে হবে। সরকার আর সাধারণ মানুষ একত্রে কাজ করতে হবে। প্রশাসন সেরকম কোনো ব্যাবস্থায় করতে পারছে না, পশ্চিমবঙ্গে দিন দিন খুনোখুনি, রাহাজানি বেড়েই যাচ্ছে, এগুলিকে সাফ করতে হবে। এই প্রসঙ্গে রূপা গাঙ্গুলি বলেন, সাফাই অভিযানে তৃণমূলকেও রাজ্য থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতিনি বলেন পশ্চিমবঙ্গে পরিচ্ছন্নতার প্রয়োজন। পশ্চিমবঙ্গে খুন, ধর্ষণ, রাহাজানি ক্রমশ বিরাট আকার ধারণ করছে। অন্য রাজ্যগুলো থেকে পশ্চিমবঙ্গ আলাদা হয়ে যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গকে পরিস্কার করতে তৃণমূলকে রাজ্য থেকে ‘ঝেটিয়ে বিদেয়’ করতে হবে। তার এই মন্তব্যে উত্তাল রাজ্যরাজনীতি।
এরকম সমস্ত আপডেট পেতে ওপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন।