বলিউডবিনোদন

Sid-Kiara: কিয়ারা আদভানি শ্বশুর বাড়িতে পৌঁছেছেন, বিয়ের মিষ্টি বিতরণ নবদম্পতির, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

বিগত বেশ কয়েকমাস ধরে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ে নিয়ে চর্চা চলছে। মাঝে তাদের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে এসেছিল। তবে সমস্ত গুজবকে দূরে সরিয়ে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বলিউডের এই পাওয়ার কাপেল। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহল সরগরম তাদের বিয়ের খবরেই। মিডিয়ামহলের পাশাপাশি সমগ্র সাধারণমহল এই মুহূর্তে মেতে রয়েছে তাদের শেয়ার করে নেওয়া বিয়ের ছবি নিয়েই। সেই ছবি বারবার দেখেও মন ভরছে না তাদের।

Advertisement
Advertisement

Advertisement

মঙ্গলবার অর্থাৎ ৭’ই ফেব্রুয়ারি জয়সালমীর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল সূর্যগড় হোটেলেই তাদের বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছিল। ফুল দিয়েই সাজানো হয়েছিল গোটা সূর্যগড় হোটেল। খাওয়া-দাওয়ার আয়োজনও ছিল এলাহি। খুব সম্ভবত দুপুর ২’টো থেকে ৪’টের মধ্যে একে অপরের সাথে জীবন কাটানোর জন্য অঙ্গীকার বন্ধ হয়েছিলেন তারা। পেয়েছিলেন একরাশ শুভেচ্ছাবার্তাও।

Advertisement
Advertisement

তবে ইতিমধ্যেই এই নবদম্পতি পৌঁছে গিয়েছেন দিল্লিতে। বিয়ের পর এই প্রথমবারের জন্য শ্বশুরবাড়িতে পা রেখেছেন কিয়ারা। জয়সালমীর থেকে ফেরার সময় বিমানবন্দরেও একসাথে দেখা গিয়েছে তাদের। সেই ঝলকও মিলেছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। দিল্লিতে পৌঁছানোর পর করেছেন মিষ্টি বিতরণও। আপাতত সেই ঝলককে কেন্দ্র করেই একাংশের মাঝে চর্চিত এই নবদম্পতি।

সাম্প্রতিক এই ভিডিওটি ‘ভুম্পলা’ নামের একটি অফিসিয়াল ইনস্টা পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। এদিন দুজনকেই লাল পোশাকে দেখা গিয়েছে। কিয়ারা লাল সালোয়ার স্যুটের পাশাপাশি পরেছিলেন চূড়া। খোলা চুলে সিঁথি ভর্তি ছিল সিঁদুর। চোখে-মুখে নতুন বিয়ের জৌলুস ছিল স্পষ্ট। পাশাপাশি সিদ্ধার্থকে দেখা গিয়েছে লাল পাঞ্জাবি ও সাদা পায়জামায়। গলায় নিয়েছিলেন সাদার উপর কাজ করা সালও। এই পোশাকেই এদিন দিল্লির বাড়ির বাইরে এসে সমস্ত পাপারাজিৎদের হাতে মিষ্টির বাক্স তুলে দিয়েছেন এই নবদম্পতি। পাশাপাশি তাদের তরফ থেকে পেয়েছেন অনেক শুভেচ্ছাবার্তাও। কেউ কেউ তো মজার ছলে বলেছেন, ‘হ্যাপি শেরশাহ লাইফ’। একথা শুনে ক্যামেরার দিকে তাকিয়ে হেসেছেন দুজনেই। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহল ব্যাস্ত রয়েছে এই বলি নবদম্পতিকে নিয়ে।

Advertisement

Related Articles

Back to top button