Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রচারে ঝড় তুললেন ‘কৃষ্ণকলির’ শ্যামা, জনপ্রিয় অভিনেত্রীকে দেখতে ঢল নামে সাধারণ মানুষের

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। এই বছরের নির্বাচনে বিশেষ করে টলিউড তারাদের রাজনীতির ময়দানে অবতীর্ণ হতে খুব বেশি করে দেখা গিয়েছে। যেন গোটা টলিউড রং মেখেছে রাজনীতির। একের…

Avatar

একুশে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে বাংলায়। এই বছরের নির্বাচনে বিশেষ করে টলিউড তারাদের রাজনীতির ময়দানে অবতীর্ণ হতে খুব বেশি করে দেখা গিয়েছে। যেন গোটা টলিউড রং মেখেছে রাজনীতির। একের পর এক টলিউড তারকা তৃণমূল বা বিজেপি শিবিরে যোগদান করেছে। অনেকে আবার প্রার্থীও হয়েছেন। যশ, শ্রাবন্তী, রুদ্রনীল যেমন গেরুয়া শিবিরে যোগদান করেছে ঠিক তেমন উল্টোদিকে তৃণমূলে যোগদান করেছেন সায়নী, কৌশানি। তাছাড়াও টলিউডের ধারাবাহিক মহল থেকে অনেকেই রাজনীতিতে যোগদান করেছে। এবার আজ বহুলপ্রচলিত এক ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রীকে তৃণমূল শিবিরের সাথে পা মেলাতে দেখা গিয়েছে।

জি বাংলায় সম্প্রচারিত হওয়া কৃষ্ণকলি সিরিয়ালের শ্যামার সাথে কম-বেশি সবাই বেশ পরিচিত। এবার ধারাবাহিক খ্যাত শ্যামা ওরফে তিয়াসাকে মদন মিত্রের সাথে তৃণমূলের ভোট প্রচারে নামতে দেখা গেল। ছোট হাতিতে চড়ে শ্যামা বাংলার ক্রাশ মদন মিত্রের সাথে জোড়াফুল শিবিরের প্রচারে ঝড় তুললেন। তিয়াসার পরনে ছিল গোল্ডেন শাড়ি এবং ফুলহাতা পিংক রঙের ব্লাউজ। বাস্তবে শ্যামাকে দেখতে রীতিমতো তৃণমূলের রোড শোতে ঢল নামে সাধারণ মানুষের। এছাড়াও তাদের সাথে দেখা দিয়েছে ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমাকে। তারা দুজনই দিদি তুমি এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি মন্ত্রে দীক্ষিত হয়ে তৃণমূল কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, কৃষ্ণকলি ধারাবাহিক খ্যাত শ্যামা ওরফে তিয়াসার আসল বাড়ি গোবরডাঙ্গায়। তবে তাকে সন্ধ্যার আগেই বাংলা ক্রাশ মদন মিত্রের সাথে তৃণমূলের প্রচার করতে দেখা গিয়েছে। তাদের দেখতে রীতিমতো রাস্তায় লোক জড়ো হয়ে গেছিল।

About Author