Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Shweta Tiwari: বোল্ড ফটোশুটে ভক্তদের আহত করলেন শ্বেতা তিওয়ারির, এমন ছবি শেয়ার করেছেন অভিনেত্রী

হিন্দি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ শ্বেতা তিওয়ারি। ১৯৯৯ সালে বিজ্ঞাপনের সূত্র ধরেই বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। নয় নয় করে বেশ অনেকগুলো বছরই এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। তবে…

Avatar

হিন্দি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ শ্বেতা তিওয়ারি। ১৯৯৯ সালে বিজ্ঞাপনের সূত্র ধরেই বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। নয় নয় করে বেশ অনেকগুলো বছরই এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। তবে এতদিন পরেও নিজের রূপ ও ফিটনেস রীতিমতো ধরে রেখেছেন তিনি। ৪২ বছর বয়সেও তাকে দেখে তার বয়স আন্দাজ করতে পারা রীতিমতো কঠিন, তা অবশ্য আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

বলাই বাহুল্য, এখনো দর্শকমহলে অভিনেত্রী হিসেবে তার জনপ্রিয়তা নেহাত কম নয়। ১৯৯৯ সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত অভিনেত্রী হিসেবে সক্রিয় তিনি। টেলিভিশনের পর্দায় এখনো মুখ্য ভূমিকায় দেখা মেলে তার। উল্লেখ্য, এই মুহূর্তে জি টিভির পর্দায় ‘অপরাজিতা’ ধারাবাহিকে হিন্দি টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা মানব গোহিলের বিপরীতে দেখা মিলছে অভিনেত্রীর। সম্প্রতি শুরু হওয়া এই ধারাবাহিক অল্পসময়ের মধ্যেই জায়গা করে নিয়েছে দর্শকদের মনে, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এই মুহূর্তে নিজের অভিনয়ের সূত্র ধরে নয়, নিজের বোল্ড ফটোশুটের সূত্র ধরেই চর্চায় রয়েছেন। সাম্প্রতিক ভাইরাল হওয়া লুকে অভিনেত্রী আবারো নজর কেড়েছেন সকলের। পার্পেল রঙের ওয়ান সাইডেড অফসোল্ডার ক্রপটপের পাশাপাশি রঙ মিলিয়ে ঢিলা ঢালা ফর্মাল প্যান্টে ছিলেন তিনি। গলায় মানানসই নেকলেসের পাশাপাশি বাঁ হাতে ছিল একটি ব্রেসলেটও। নুড মেকাপে পায়ে গোলাপি স্টিলেটো পরেছিলেন শ্বেতা। ছবিতে তার চোখে মুখে বোল্ডনেসের ছাপ ছিল স্পষ্ট। ঠোঁটে ছিল সেই চিরপরিচিত হাসিও। বোল্ড ফটোশুটের সূত্রেই এই লুকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তার এই লুকই আপাতত পারদ চড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার।

উল্লেখ্য, অভিনেত্রীর এই লুক সেট করেছিলেন ভিক্টর রবিনসন ও শোহেল মুঘল। তার আউটফিট নির্বাচনে ছিলেন লেবেল নিষ্ঠা বানসাল ও যুবরাজ ওয়ার্কস বাই ইয়া। ফটোগ্রাফিতে ছিলেন অমিত খান্না। মেকাপের পাট সামলেছেন দীপক দুর্গা। সব মিলিয়ে বলাই যায়, অভিনেত্রীর এই সাম্প্রতিক লুক নেটজনতার মন কেড়েছে।

About Author