Shweta Tiwari: ‘টিপ টিপ বরসা পানি’ গানের সঙ্গে স্টেজে দুরন্ত নাচ শ্বেতা তিওয়ারির, ভাইরাল ভিডিও

এবারে বলিউডের আইকনিক গান টিপ টিপ বরসা পানিতে নাচ করে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুললেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। আপকা আপনা জাকির অনুষ্ঠানে শ্বেতা তিওয়ারি ও ঋত্বিক ধানজানীর এই নাচের ভিডিও এখন…

Avatar

এবারে বলিউডের আইকনিক গান টিপ টিপ বরসা পানিতে নাচ করে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুললেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। আপকা আপনা জাকির অনুষ্ঠানে শ্বেতা তিওয়ারি ও ঋত্বিক ধানজানীর এই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বলিউডের আইকনিক গান টিপ টিপ বরসা পানিতে এই নাচ দর্শকদের খুবই পছন্দ হয়েছে এবং এই নাচ দেখে অতিথি আসনে বসে থাকা রবীনা ট্যান্ডনও অবাক হয়ে গিয়েছেন। শ্বেতার এই নাচ দেখে দর্শকরা একেবারেই অবাক হয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। বর্তমানে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে এই দুজনের পারফরমেন্স।

এই দুজনের পারফরমেন্স দেখে রবিনা ট্যান্ডন বলেন, আমার সারা জীবনের জন্য একটা ট্রমা হয়ে গেল। তার এই মন্তব্য এই অনুষ্ঠানের একটা মজা যোগ করেছে। তবে শুধুমাত্র এই গানে নয়, এর আগেও একটি গানের সঙ্গে দারুণ পারফরমেন্স দিয়েছেন শ্বেতা তিওয়ারি ও রবিনা ট্যান্ডন। দিল মেরা ধক ধক বোলে গানের সঙ্গে তাদের পারফরম্যান্স সবাই খুব পছন্দ করেছেন।

কবে দেখা যাবে এই অনুষ্ঠান?

রবিবার অর্থাৎ আজকেই এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন বলে জানা যাচ্ছে। আপকা আপনার জাকির অনুষ্ঠানটি বর্তমানে সারা ভারতের একটি অন্যতম আকর্ষণীয় টেলি অনুষ্ঠানে পরিণত হয়েছে। এই অনুষ্ঠানের বিনোদন, প্রাণবন্ত আড্ডা এবং হৃদয়গ্রাহী মুহূর্তগুলি সবাই বেশ পছন্দ করেন। তার সঙ্গেই জাকির খানের অসাধারণ সঞ্চালনা এই অনুষ্ঠানটিকে একেবারে রঙিন করে তোলে। এই পর্বে বলিউড সুন্দরী অভিনেত্রী রবীনা ট্যান্ডনকে আপনারা দেখতে পাবেন। তিনি তার গল্প এবং তার ব্যক্তিগত কাহিনী দিয়ে দর্শকদের অবাক করে দিয়েছেন। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের একটি প্রমো রিলিজ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রবিনা ট্যান্ডনকে অনুষ্ঠানে আসার জন্য অভ্যর্থনা জানাচ্ছেন জাকির খান। ঋত্বিক এবং রবিনা আঁখিও সে গোলি মারে গানের সঙ্গে নাচ করে এই অনুষ্ঠানটি শুরু করেন। এবং তারপরেই আসে সেই আইকনিক নাচটি যেখানে শ্বেতা তিওয়ারি ঋত্বিকের সঙ্গে করছেন নাচ।