তবে বিরাট কোহলিদের বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলার জন্য ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছেন ভারতের তরুণ ক্রিকেটার শুভমান গিল। বিরাট কোহলির তথাকথিত ভক্তরা সোশ্যাল মিডিয়ায় উত্তেজনাপূর্ণ বাক্য বিনিময় করছেন। যেখানে কেউ কেউ লিখেছেন,’ঋষভ পন্থের মত মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হোক শুভমান গিলের।’ আবার কেউ কেউ শুভমান গিলের দিদির ইনস্টাগ্রাম লিংক শেয়ার করে লিখেছেন,’এটা শুভমন গিলের দিদির ইনস্টাগ্রাম। যেটা করার দরকার, সেটা কর।’ পাশাপাশি একাধিক মন্তব্যে শুভমান গিলের দিদিকে ধর্ষণ করার কথাও বলা হয়েছে। তবে তথাকথিত ভক্তদের এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বিরাট কোহলির ফ্যানরা।Toxic RCB fans are the worst species to exist. Disgusting human beings pic.twitter.com/wuOpAGYppA
— RusHilarious (@rushilthefirst) May 21, 2023
IPL 2023: মর্মান্তিক দুর্ঘটনা হোক, দিদিকে করা হোক শ্লীলতাহানি! RCB হারতেই গিল-কে নোংরা আক্রমণ কোহলি ভক্তদের
গতকাল আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী গুজরাটের বিপক্ষে মাঠে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালোর। প্লে-অফে পৌঁছানোর জন্য যে ম্যাচটিতে জয় নিশ্চিত করতেই হতো বিরাট কোহলিদের। তবে দুর্ভাগ্য কখনোই পেছন ছাড়ে না…

আরও পড়ুন