Today Trending Newsটলিউডবিনোদন

নবজাতকের সঙ্গে ছবি শেয়ার করলেন শুভশ্রী, ছেলের নাম রাখলেন ‘যুবান’

সোশ্যাল মিডিয়ায় বরাবর অ্যাক্টিভ রাজ-শুভশ্রী। প্রেগন্যান্সির প্রথম মুহূর্ত থেকে এই জুটি সোশ্যাল মিডিয়ায় ভীষণ পপুলার। প্রতিটা মুহূর্তের ছবি এই দম্পতি প্রকাশ করেন। আজ শনিবার হসপিটাল যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত রাজ শুভশ্রী নিজেদের ছবি পোস্ট করেছেন। এমনকি সদ্যোজাত সন্তানের প্রথম ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। অভিনেত্রী ছেলের নাম রেখেছিলেন যুবান চক্রবর্তী (Yuvaan Chakraborty)। দেখে নিন ছোট্ট য়ুবানের ছবি।

Tags

Related Articles

Back to top button