Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Raj-Subhasree: স্টিয়ারিং ধরেই শাশুড়ির সাথে ‘পরিণীতা’র গান ধরলেন শুভশ্রী, দৃশ্য ক্যামেরাবন্দি করলেন রাজ

টলিপাড়ায় রাজ-শুভশ্রীর রসায়ন শুরু থেকেই মিডিয়ার পাতায় চর্চিত। প্রায়ই একে অপরের প্রতি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভালোবাসা জাহির করেন তারা। সম্প্রতি রাজ চক্রবর্তীর শেয়ার করে নেওয়া সাম্প্রতিক একটি ঝলককে কেন্দ্র…

Avatar

টলিপাড়ায় রাজ-শুভশ্রীর রসায়ন শুরু থেকেই মিডিয়ার পাতায় চর্চিত। প্রায়ই একে অপরের প্রতি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভালোবাসা জাহির করেন তারা। সম্প্রতি রাজ চক্রবর্তীর শেয়ার করে নেওয়া সাম্প্রতিক একটি ঝলককে কেন্দ্র করেই চলছে চর্চা।

পরিচালক-সাংসদ সম্প্রতি নিজের ইনস্টার পাতায় একটি রিল ভিডিও শেয়ার করে নিয়েছেন, যেখানে লাল টুকটুকে শাড়িতে স্টিয়ারিং হাতে গাড়ি চালাতে দেখা গিয়েছে শুভশ্রীকে। একেবারে বাঙালি সাবেকি বউয়ের সাজে ছিলেন তিনি। মাথায় খোপা, সিঁথিতে সিঁদুর, গায়ে সাবেকি গয়না ছিল তার। গাড়িতে রাজ চক্রবর্তী পরিচালিত শুভশ্রী ও হৃত্বিক অভিনীত ‘পরিণীতা’র ‘তোমাকে’ গানটি চলছিল। আর সেই গানের সাথেই শুভশ্রীকে সঙ্গ দেওয়ার জন্যই সামনের সিটে বসে গলা মিলিয়ে ছিলেন তার শাশুড়ি লীলা চক্রবর্তী। আর এই দৃশ্য দেখে চুপ করে বসে থাকতে পারেননি স্বয়ং রাজ, বাবাকে পাশে নিয়েই এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

উল্লেখ্য, অভিনেতার শেয়ার করা এই ঝলক তাদের বিয়ের পরপরই। কারণ সেইসময় পরিচালকের বাবা জীবিত ছিলেন। এমন ছোট ছোট মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখার অভ্যাস রয়েছে রাজের। তাই স্মৃতির পাতা ঘেঁটে সম্প্রতি এই ঝলক পরিচালক শেয়ার করা মাত্রই মন্তব্য করেছেন খোদ শুভশ্রী। জানিয়েছেন, এটি তার অন্যতম প্রিয় একটি মুহূর্ত। পরিচালকের মায়ের সাথে শুভশ্রীর সম্পর্ক মা-মেয়ের মতোই। অবশ্য তার একাধিক ঝলক পরিচালকের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে। কখনো পরিচালকের মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকেন অভিনেত্রী, আবার কখনো অভিনেত্রীর মাথায় হাত বুলিয়ে দেন লীলাদেবী। বলাই বাহুল্য, বাবার অবর্তমানে ছেলে, মা, স্ত্রীকে রীতিমতো আগলে রেখেছেন তিনি।

কাজের কথা বলতে গেলে বেশ কয়েকদিন আগেই শুভশ্রী অভিনীত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ মুক্তি পেয়েছে। ‘হইচই’এর এই ওয়েব সিরিজের সূত্র ধরেই ওয়েব প্ল্যাটফর্মে পা রাখলেন অভিনেত্রী। এই সিরিজে একটু অন্যধরনের চরিত্রেই দেখা মিলেছিল তার। একেবারে বয়স্ক এক ভদ্রমহিলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার লুক থেকে অভিনয় সবটাই নজর কেড়েছে সকলের, কুড়িয়েছেন প্রশংসাও। পাশাপাশি রাজ ব্যস্ত রয়েছেন ‘প্রলয়’ নিয়ে। এই ছবির শুটিংয়ের একাধিক ঝলকও নিজেই শেয়ার করে নিয়েছেন তিনি। তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই ঝলক নজরে আসবে।

About Author