সম্প্রতি শ্রুতি দাস নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ‘ও বোলেগা ইয়া ও ও বোলেগা’র সাথে রিল ভিডিও বানিয়ে শেয়ার করে নেটিজেনদের মাঝে চর্চিত হয়েছেন। একটি ঝকমকে ডিজাইনার টপ ও একটি কালো রঙের শর্ট স্কার্ট পড়েছিলেন অভিনেত্রী। বছরের দিনেই বানিয়েছেন এই ভিডিও। তার পরিচালক প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের সাথেই কোন একটি মলে বর্ষবরণের পার্টিতে গিয়েছিলেন তারা, তার ঝলক মিলেছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। সেই মলেই বানিয়েছেন এই ভিডিওটি। ভিডিওটি দেখেই সেটা স্পষ্ট হয়েছে। এমনকি সংবাদমাধ্যমেও তার এই রিল ভিডিওটি দেখানো হয়েছিল। অভিনেত্রীর অনুরাগীদের মাঝেও এই ভিডিওটি বেশ জনপ্রিয় হয়েছে।উল্লেখ্য, ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ এই গানটিও মুক্তি পেয়েছে একাধিক ভাষায়। আর যাতে জনপ্রিয়তা বেড়েছে আরও। উল্লেখ্য, হিন্দিতে এই গানটি লিখেছেন রাকীব আলম। কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর। দেবী শ্রী প্রসাদ দেখেছেন সুরের দিকটা। বলাই বাহুল্য, হিন্দিতেও দুর্দান্ত হিট করেছে গানটি।
Shruti Das: পরনে ঝকমকে টপ এবং শর্ট স্কার্ট, জনপ্রিয় গানে নেচে ভাইরাল হলেন নোয়া ওরফে শ্রুতি দাস
ছোটপর্দার পরিচিত মুখ শ্রুতি দাস। ত্রিনয়নী ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। শুরু থেকেই অভিনয়ের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেছিলেন দর্শকদের। তবে রুপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম কটাক্ষের শিকার হননি…

By

আরও পড়ুন