Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পরিচালকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ‘ত্রিনয়নী’-এর নয়ন, দেখুন ছবি

ত্রিনয়নী ধারাবাহিকের নয়নের ভূমিকায় বেশ নামডাক হয়েছিল অভিনেত্রী শ্রুতি দাসের। এবার টলিপাড়ার নতুন ভাবে ছড়ালো অভিনেত্রীর নাম। তবে রিলের ক্যামেরার জন্য নয়। এবার রিয়াল ক্যামরায় হৃদয়ের মানুষের সঙ্গে ধরা দিলেন…

Avatar

ত্রিনয়নী ধারাবাহিকের নয়নের ভূমিকায় বেশ নামডাক হয়েছিল অভিনেত্রী শ্রুতি দাসের। এবার টলিপাড়ার নতুন ভাবে ছড়ালো অভিনেত্রীর নাম। তবে রিলের ক্যামেরার জন্য নয়। এবার রিয়াল ক্যামরায় হৃদয়ের মানুষের সঙ্গে ধরা দিলেন শ্রুতি।

ছোটপর্দার অন্যতম পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। তাঁরই সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। উল্লেখ্য, জি বাংলায় অনুষ্ঠিত মহালয়া এবং ত্রিনয়নী ধারাবাহিকটিও পরিচালনা করেছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্বর্ণেন্দু-শ্রুতির প্রেমের কাহিনী কিন্তু গড়িয়েছে সোশ্যাল মিডিয়াতেও। ফেসবুকে একদিকে শ্রুতির স্টাটাস বলছে ‘ইন এ রিলেশনশিপ’। আবার স্বর্ণেন্দু একেবারে এনগেজমেন্টে! কিছুদিন আগেই জন্মদিন গেছে স্বর্ণেন্দুর। প্রেমিকের জন্য বিশেষ কেক আনিয়েছিলেন শ্রুতি। শুটিং সেটের পরিচালনার জন্য রাখা যন্ত্রপাতি ক্যামেরা শোভা পাচ্ছিল কেকে। এরসঙ্গেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বর্ণেন্দুকে ‘আই লাভ ইউ’ কমেন্টও লেখেন শ্রুতি। টলিউডের এই নতুন উন্মোচিত রিয়েল প্রেমকাহিনী ইতিমধ্যেই সারা ফেলেছে বিনোদন জগতে।

About Author