সম্প্রতি অভিনেত্রী আবারো নিজের একটি রিল ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছেন নেটিজেনদের মাঝে। সেই ভিডিওতে নজর কেড়েছে অভিনেত্রীর গলার গলার হার। অভিনেত্রী যে ভিডিওটি শেয়ার করেছেন সেখানে প্রথমে শ্রুতিকে খালি গলায় দেখা গেলেও পরক্ষনেই তার গলায় চলে আসে একটি লকেট। যেখানে তার নামের প্রতিটা অক্ষর ঝুলছিল ঐ হারটিতে। তিনি নিজেও সেই দিকে সকলের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করেছেন। বোঝাই যাচ্ছে এটি সোনা। তবে অভিনেত্রী এটা নিজে বানিয়েছেন নাকি কোন প্রিয় মানুষের কাছ থেকে উপহার পেয়েছেন! তা অবশ্য জানাননি তিনি। তবে সম্প্রতি এই ভিডিওটি দর্শকদের নজর টেনেছে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, ভিডিওটি বানানোর সময় অভিনেত্রী একটি অফ শোল্ডার সোয়েটার পরেছিলেন, যার জন্য আরও বেশি নজর টেনেছে দর্শকদের।
Shruti Das: কাঁধ খোলা কালো ড্রেসে ক্যামেরার সামনে বিচিত্র অঙ্গভঙ্গি করে ভাইরাল শ্রুতি দাস, দেখুন ভিডিও
শ্রুতি দাস ছোটপর্দার অভিনেত্রী হিসেবে দর্শকদের মধ্যে এই মুহূর্তে একটা পরিচিত মুখ। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'দেশের মাটি'র নোয়ার চরিত্রে অভিনয় করে দর্শক মাঝে এক বিপুল পরিচিতি পেয়েছিলেন। টেলিভিশনের…

আরও পড়ুন