Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কনের সাজে শ্রুতি, বিয়ে করতে চললেন কিয়ানকে, রইল সমস্ত ছবি

ইদানি অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) ইন্সটাগ্রামে যথেষ্ট অ্যাকটিভ থাকেন। সম্প্রতি শ্রুতি নববধূর সাজে নিজের কিছু ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে শ্রুতি লিখেছেন, কিয়ানের বৌ।…

Avatar

ইদানি অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) ইন্সটাগ্রামে যথেষ্ট অ্যাকটিভ থাকেন। সম্প্রতি শ্রুতি নববধূর সাজে নিজের কিছু ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে শ্রুতি লিখেছেন, কিয়ানের বৌ। ছবিতে দেখা গেছে, শ্রুতির পরনে ছিল লাল রঙের সাবেক বেনারসী যাতে সোনালি জরির কারুকার্য করা এবং সঙ্গে মানানসই বেনারসী কারুকার্যের লাল ব্লাউজ। শ্রুতির মাথায় রয়েছে সোনালি রঙের টায়রা ও গলায় নেকলেস, নাকে নথ, কানে টানা দুল ও কপালে লাল টিপ। শ্রুতির খোঁপায় রয়েছে সাদা ফুলের মালা, মাথায় লাল ওড়না এবং শোলার মুকুট। শ্রুতিকে এই সাজে অপরূপ লেগেছে। সোশ্যাল মিডিয়ায় শ্রুতির ছবিগুলি ভাইরাল হয়েছে। প্রকৃতপক্ষে, ‘দেশের মাটি সিরিয়ালের দৃশ্যের জন্য এই সাজে সেজেছেন শ্রুতি।

কাটোয়া থেকে কলকাতায় পড়াশোনা করতে এসেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। কিন্তু পড়াশোনার পাশাপাশি মডেলিং করার স্বপ্ন দেখতেন শ্রুতি। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ত্রিনয়নী’ র মাধ্যমে শ্রুতির অভিনয়ের কেরিয়ার শুরু হয়। এই সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন শ্রুতি। তবে গত বছরে করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে ‘ত্রিনয়নী’র টিআরপি নেমে যায়। ফলে চ্যানেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে শ্রুতি ‘দেশের মাটি’ সিরিয়ালে গ্রামের শিক্ষিতা মেয়ে নোয়া-র ভূমিকায় অভিনয় করছেন । তাঁর বিপরীতে কিয়ানের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ‍্যোতি দত্ত। চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে ‘দেশের মাটি’। একটি যৌথ পরিবার ভেঙে আলাদা হয়ে যাওয়ার পর পুজো উপলক্ষ্যে স্বরূপনগরের পৈতৃক ভিটেতে সদস্যদের একত্রিত হওয়ার কাহিনী দেখানো হচ্ছে ‘দেশের মাটি’-তে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই মুহূর্তে শ্রুতি ‘ত্রিনয়নী’র পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার(swarnendu samaddar)-এর সাথে সম্পর্কে রয়েছেন। ‘ত্রিনয়নী’র সেট থেকে বয়সে 14 বছরের বড় স্বর্ণেন্দুর সঙ্গে শ্রুতির আলাপ যা ক্রমশ প্রেমে পরিণত হয়েছে। শ্রুতি প্রথম প্রস্তাব দিয়েছিলেন স্বর্ণেন্দুকে। কিন্তু স্বর্ণেন্দু তাঁদের বয়সের ব্যবধানের কথা ভেবে পিছিয়ে গেলেও নাছোড়বান্দা শ্রুতি একসময় স্বর্ণেন্দুর মন জয় করে নেন। গত বছর পুজোর আগে শ্রুতি ও স্বর্ণেন্দু তাঁদের দুজনের পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন কোনো সমুদ্র সৈকতে। সেখান থেকে বহু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁরা। তবে দুর্গাপূজার সপ্তমীর দিন শ্রুতি চলে আসেন তাঁদের কাটোয়ার বাড়িতে। কিন্তু স্বর্ণেন্দু তাঁর সাথে কাটোয়া যেতে চাননি। তবে এই মুহূর্তে স্বর্ণেন্দু ও শ্রুতির বিয়ের ব্যাপারে দুই পরিবার চিন্তা-ভাবনা করছেন বলে জানা গেছে।

About Author