Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যুবরাজ সিংয়ের বিকল্প পেল ভারত, মিডিল অর্ডার নিয়ে দুশ্চিন্তা দূর হল রোহিত শর্মার

মাত্র কয়েক মাসের ব্যবধানে ভারতীয় ক্রিকেটে আমূল পরিবর্তন ঘটেছে। মাসখানেক সময়ের মধ্যে ভারতীয় ক্রিকেটে সব ফরম্যাটেই নেতা হয়েছেন রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ড এখন তার নিকট থেকে আইসিসি ট্রফি পেতে…

Avatar

মাত্র কয়েক মাসের ব্যবধানে ভারতীয় ক্রিকেটে আমূল পরিবর্তন ঘটেছে। মাসখানেক সময়ের মধ্যে ভারতীয় ক্রিকেটে সব ফরম্যাটেই নেতা হয়েছেন রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ড এখন তার নিকট থেকে আইসিসি ট্রফি পেতে মরিয়া। শেষবারের মতো ভারত আইসিসি ট্রফি ঘরে তুলেছিল ২০১৩ সালে। এরপর প্রায় কেটে গেছে একটি যুগ। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, দুটি ওডিআই বিশ্বকাপ ও একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলেছে ভারত, কিন্তু শিরোপা জয়ের স্বাদ গ্রহণ করতে পারেনি টিম ইন্ডিয়া। এরপরেই ভারতীয় দলকে নবরূপে সাজানো শুরু করে বিসিসিআই।

নতুন অধিনায়ক রোহিত শর্মা দলের দায়িত্ব কাঁধে নিতেই দুর্দান্ত পারফরম্যান্স শুরু করেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের দায়িত্ব নিয়ে এখনো অপরাজিত টিম হিসেবে তিনটি সিরিজ জিতেছে ভারত। বর্তমানে তার নেতৃত্বে চতুর্থ সিরিজ তথা শ্রীলংকার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের খুব কাছে দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তবে ভারতীয় দলের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার আগে মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন ওপেনিং ব্যাটসম্যান তথা বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। ভারতের মেডেল অর্ডার একসময় শক্তিশালী হয়েছিল যুবরাজ সিংয়ের হাত ধরে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তাই মিডল অর্ডারে যুবরাজ সিং এর বিকল্প খোঁজা শুরু করে টিম ইন্ডিয়া। অবশেষে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার দুশ্চিন্তা প্রায় সমাপ্ত করেছে শ্রেয়াস আইয়ার। গত কয়েকটি ম্যাচে বেশকিছু বিধ্বংসী মূলক ইনিংস খেলেছেন ভারতীয় এই ব্যাটসম্যান। মনে করা হচ্ছে, ষষ্ঠ স্থানে ব্যাটিং করতে নেমে যুবরাজ সিংয়ের অভাব পূরণ করবেন ভারতীয় এই ব্যাটার।

আপনাদের জানিয়ে রাখি, শ্রীলংকার বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে যখন ভারতের প্রথম সারির ক্রিকেটাররা পুরোপুরিভাবে ব্যর্থ হন সেই সময় ১০টি চার এবং ৪টি ছক্কার মাধ্যমে ৯২ রানের ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দুঃসময় ১০৩ রানের ইনিংস খেলেছিলেন আইয়ার। যার ফলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, সুযোগ পেলে শ্রেয়াস আইয়ার যুবরাজ সিংয়ের অভাব পূরণ করতে পারেন।

About Author