কৌশিক পোল্ল্যে: ভারততথা গোটা বিশ্বের অবস্থা আশঙ্কাজনক, আতঙ্কিত পৃথিবীবাসী এক মারন ভাইরাসের বিভীষিকায়। তার করালগ্রাসে ইতিমধ্যেই প্রান গিয়েছে কত সহস্র মানুষ। ভারতের অবস্থা সেই তুলনায় ভালো হলেও নিরাপদ নয়। এ দেশের বিপুল জনঘনত্বে ভাইরাসের প্রভাব পড়লে কতখানি বড় বিপর্যয় ঘনিয়ে আসবে সেটা খানিকটা আন্দাজ করতে পেরেছেন আপনিও।
বাঙালি নববর্ষ কিংবা অসম, বিহার ও অন্যান্য প্রদেশের নতুন বছরের দিনটি আর পাঁচটি লকডাউন দিনের মতোই কাটল; নেই কোনো নতুনত্ব, নেই কোনো জাঁকজমক। এমত অবস্থায় সাধারন মানুষকে অনুপ্রেরনা জোগাল রবি ঠাকুরের গান, গাইলেন কোকিলকন্ঠী শ্রেয়া ঘোষাল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই দুঃসময়ে মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখতে তো সেই গানই ভরসা। গানকেই নিজের অস্ত্র বানিয়ে পরিবেশন করলেন গায়িকা, “নব আনন্দে জাগো আজি নব রবিকিরনে..”। সেই সঙ্গে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানালেন তিনি।
এই কঠিন পরিস্থিতি একদিন ঠিক কেটে যাবে। একদিন নতুন করে আমরা বাইরের জগতকে নিজের করে ফিরে পাব, সবকিছু সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে এই আশায় আশাবাদী শ্রেয়া। সেই সঙ্গে আমরাও রইলাম এক নিরাপদ ও নতুন সূর্যের অপেক্ষায়।