এক দশক ধরে ডেটিং করার পর নিজের কলেজ জীবনের প্রেমিক ও বাল্যকালের বন্ধু শিলাদিত্যকেই ২০১৫ সালের ৫ই ফেব্রুয়ারি বাঙালি নিয়ম মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শিলাদিত্যর সঙ্গে সাতপাকে বাঁধার নানান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। শ্রেয়া জানিয়ে ছিলেন, বিয়ের পর তাঁর জীবন অন্য রঙে সেজে উঠেছে।সম্প্রতি গায়িকার বয়স ৩৮ এ পা দিয়েছিলেন। আর এরপরই ৪ঠা মার্চ নিজের প্রথম অন্তঃসত্ত্বার খবর সোশ্যাল মিডিয়াতে অনুরাগীদের সাথে শেয়ার করেছিলেন। শ্রেয়ার বন্ধুরা করোনা পরিস্থিতিতে তাঁর জন্য ভার্চুয়ালী সাধভক্ষণের আয়োজন করেছিলেন৷ বন্ধুরা নিজেদের বাড়িতে কিছু না কিছু রান্না করেছিলেন৷ ভিডিয়ো কলে বন্ধুদের সামনে সব খাবার খান শ্রেয়া৷ সাধভক্ষণের ছবিও শেয়ার করেছিলেন তিনি৷ অনুষ্ঠানে বন্ধুদের মিস করছেন, সে কথাও জানাতে ভোলেননি৷ তবে সেই সাধভক্ষণের পোস্ট ভাইরাল হয় সোশ্যাল দুনিয়াতে।
কেক সাজিয়ে ছেলে ‘শ্রেয়াদিত্য’কে স্বাগত, নতুন অতিথিকে আপ্যায়নে শ্রেয়া ও শিলাদিত্য
এই করোনা আবহে সদ্য মা হয়েছেন সুরেলাকন্ঠী শ্রেয়া ঘোষাল৷ পুত্র সন্তানের জননী হয়েছেন ওই বঙ্গতনয়া। গত ২২ শে মে মা বাবা হন শেয়া ঘোষাল আর শিলাদিত্য। এই সুখবড়ি সেদিন বিকেলের…

By

আরও পড়ুন