Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Shraddha Kapoor: কালো হাই থাই স্লিটেড পোশাকে উপচে পড়ছে যৌবন, শ্রদ্ধা কাপুরের নজরকাড়া ছবি ভাইরাল

বর্তমান যুগে বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির তরুণ অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডের অন্যতম নামি খলনায়ক শক্তি কাপুরের মেয়ে তিনি। ২০১০ সাল থেকে অভিনেত্রী হিসেবে নিজের পথ চলা শুরু করেন অভিনয়…

Avatar

বর্তমান যুগে বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির তরুণ অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বলিউডের অন্যতম নামি খলনায়ক শক্তি কাপুরের মেয়ে তিনি। ২০১০ সাল থেকে অভিনেত্রী হিসেবে নিজের পথ চলা শুরু করেন অভিনয় ইন্ডাস্ট্রিতে। ‘তিন পাত্তি’ তার ডেবিউ ফিল্ম ছিল। সেই শুরু, তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর ‘আশিকি ২’, ‘এক ভিলেন’, ‘হাফ গার্লফ্রেন্ড’, ‘স্ত্রী’, ‘এবিসিডি’, ‘এবিসিডি ২’এর মতো একাধিক জনপ্রিয় হিট ছবিতে অভিনয় করে গিয়েছেন শ্রদ্ধা। বর্তমান যুগে তার ভক্তের সংখ্যাও নেহাতই হাতেগোনা নয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতাতেও ভালই সক্রিয় তিনি। প্রায়ই নিজের একাধিক ঝলক শেয়ার করে থাকেন নিজের অনুরাগীদের মাঝে। খুব স্বাভাবিকভাবেই সেই ঝলক নজর এড়ায় না নেটজনতার। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। উল্লেখ্য, বেশ কিছুসময় আগে নিজের একটি বোল্ড ফটোশুটের ঝলক শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। এই মুহূর্তে সেই ঝলকের সূত্র ধরেই চর্চিত শক্তি কন্যা।

সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে কালো পোশাকে দেখা গিয়েছে। ওয়ান সাইডেড ফুলস্লিভ, হাই থাই স্লিটেড পোশাকে এদিন সেজেছিলেন তিনি। খোলা চুলে, নুড মেকাপে ছিলেন তিনি। স্মোকি আই মেকাপে কানে পরেছিলেন মানানসই দুল। পায়ে পরেছিলেন স্টিলেটোও। তার চোখে মুখে ছিল আবেদনের ছাপ স্পষ্ট। আর এই লাস্যময়ী রূপেই ক্যামেরার সামনে দিয়েছিলেন একাধিক পোজ, যা খুব স্বাভাবিকভাবেই উষ্ণতা ছড়িয়েছে গোটা নেটদুনিয়ায়। মুগ্ধ করেছে ভক্তদেরও। আপাতত নিজের সেই ভাইরাল হওয়া বোল্ড লুককে কেন্দ্র করেই পুনরায় সোশ্যাল মিডিয়ার পাতায় তাক লাগিয়েছেন অভিনেত্রী।

About Author