Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাঙালি অভিনেত্রীর হট ছবি, উত্তাল নেট দুনিয়া

কৌশিক পোল্ল্যে: বলিউডের বিভিন্ন সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন এই বাঙালি কন্যা। রূপে গুনে দিনদিন নিজেকে নানাভাবে ইমপ্রুভ করে বর্তমানে খানিকটা প্রতিষ্ঠিত হয়েছেন। অভিনেত্রী শ্রদ্ধা দাসের সঙ্গে অনেকেই হয়ত একটু অপরিচিত।…

Avatar

কৌশিক পোল্ল্যে: বলিউডের বিভিন্ন সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন এই বাঙালি কন্যা। রূপে গুনে দিনদিন নিজেকে নানাভাবে ইমপ্রুভ করে বর্তমানে খানিকটা প্রতিষ্ঠিত হয়েছেন।

অভিনেত্রী শ্রদ্ধা দাসের সঙ্গে অনেকেই হয়ত একটু অপরিচিত। টলিউডে তার ছবিসংখ্যা হাতে গোনা। জিৎ-এর ‘বাদশা’ তার প্রথম বাংলা ছবি, যদিও সে ছবির আসল নায়িকা ছিলেন নুসরত ফারিয়া। গত বছর ‘প্যান্থার’ ছবিতে শ্রদ্ধাকে জিৎ-এর বিপরীতে অভিনয় করতে দেখা যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ‘পরিনীতা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর তকমা পেলেন শুভশ্রী

প্যান্থারের পর ইন্ডাস্ট্রিতে গুরুত্ব বেড়েছে এমনটাই তার নিজস্ব মতামত। বাংলার মেয়ে তিনি তাই বাংলা ছবিতেও অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন। ইতিমধ্যে বলিউডে নতুন কোনো প্রজেক্টে হাত না দিয়ে বাংলা ছবিতেই বেশি মন দিচ্ছেন।

এনার হট ছবিটি দেখলে চোখ ফেরাতে পারবেন না। এই অভিনেত্রীকে না চিনে থাকলে ছবিটি দেখুন এখনি।

 

View this post on Instagram

 

Getting my Vitamin 😀 in the Bali sun? #bali #balivacation #traveltheworld #gilitrawangan #giliislands

A post shared by Shraddha Das (@shraddhadas43) on

About Author