Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিজেপিতে ক্ষুব্ধ বৈশাখী-শোভন! কারন কি জানেন?

শোভন-বৈশাখীর ওপর নাম না করেই আক্রমণ হেনেছে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। নাম না করে প্রাক্তন মেয়রের সঙ্গে তাঁর বান্ধবীর সম্পর্ককে ‘ পরকীয়া ' বলে বসেন তিনি। বৈশাখী এবং শোভন দুজনের…

Avatar

শোভন-বৈশাখীর ওপর নাম না করেই আক্রমণ হেনেছে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। নাম না করে প্রাক্তন মেয়রের সঙ্গে তাঁর বান্ধবীর সম্পর্ককে ‘ পরকীয়া ‘ বলে বসেন তিনি। বৈশাখী এবং শোভন দুজনের কাছেই সেটা অশোভন বলে মনে হয়েছে। এই নিয়ে বঙ্গ রাজনীতির সর্বাধিক চর্চিত এই যুগল চরম ক্ষুব্ধ। শোভন-বৈশাখী  দু’জনেরই স্পষ্ট বক্তব্য, বর্তমানে বিজেপিতে প্রচুর অশিষ্ট লোক রয়েছে। পুরনো দলে শিষ্টাটারের এত অভাব ছিল না। সোমবার শোভন বলেন, “এই মন্তব্য মেনে নেওয়া যাবে না। বানরের হাতে তলোয়ার পড়লে যা হয়, সেটাই করে দেখাচ্ছেন জয়। এত নিম্নরুচির লোক আগে দেখিনি।”

অপরদিকে এই বিষয়ে বৈশাখী বলেন, “তিনি যে কর্মহীন টা পরিষ্কার। মহিলাদের সম্মান করতে জানেন না। আবর্জনা কেবল রাস্তায় পাওয়া যায় না। মানুষের মনেও আবর্জনা থাকে।” এই বিষয় নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় অরবিন্দ মেননের দ্বারস্থ হয়েছেন বৈশাখী-শোভন। তাঁরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই বিষয়ে দল কোনো ব্যাবস্থা না নেয় তাহলে তাঁরা বুঝবেন যে দল এই বিষয়টিকে সমর্থন করছে। তখন যা পদক্ষেপ নেওয়ার তা নেবেন তাঁরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author