Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“শপিংমল হেরে গেল, শংকর মুদির জয় হল” এক অভিনব উদ্যোগ

শ্রেয়া চ্যাটার্জি - কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় একটি কথা বেশ ঘুরপাক খাচ্ছে 'শপিংমল হেরে গেল, শংকর মুদির জয় হল'। কথাটা সত্যি। আপনার পাশের দোকানে শঙ্কর মুদি নেই, তবে কোনো মুদি…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি – কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় একটি কথা বেশ ঘুরপাক খাচ্ছে ‘শপিংমল হেরে গেল, শংকর মুদির জয় হল’। কথাটা সত্যি। আপনার পাশের দোকানে শঙ্কর মুদি নেই, তবে কোনো মুদি তো আছে, যারা নিরলস পরিশ্রম করে আপনার জন্য এই অসময় দোকান খুলে আপনাকে চাল, আটা দিচ্ছে, তবে এই মুদিকে দেখুন ইনি এক অসাধারণ পদ্ধতি অবলম্বন করেছেন, প্রথম প্রথম অনেকে দেখে হেঁসেছেন কিন্তু এই চাল দেওয়ার পদ্ধতিটা বেশ প্রশংসনীয়। করোনা ভাইরাস এর জন্য আমরা প্রত্যেকেই সামাজিক দূরত্ব বজায় রাখছি। খুব প্রয়োজন ছাড়া আমরা মুদির দোকানে যাচ্ছি না। সেখানেও লাইনের মধ্যে রাখা হচ্ছে এক দূরত্ব এবং প্রত্যেকেই চেষ্টা করছেন মাস্ক পরে বাজার করতে যেতে।

এই রকম অবস্থার নিশ্চয়ই পরিবর্তন ঘটবে আমরা প্রত্যেকে আশাবাদী। করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তার সামাজিক দূরত্ব বজায় রাখা। তাই প্রত্যেকটি দোকানে যদি এমন ভাবনাকে গ্রহণ করতে পারেন তাহলে ভয় পাওয়ার কোন চিন্তায় থাকে না। তবে শুধু দোকানিরা নয় আমাদেরকেও সাবধানে থাকতে হবে। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী যা যা বলছেন তা মেনে চলতে হবে। আতঙ্ক নয়, তবে সাবধান থাকুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author