Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শনিবার থেকে শহরের রাস্তায় নামছে শপিং বাস, কোথায় এবং কিভাবে চলবে জেনে নিন বিস্তারে

আর কিছুদিন পরই আসতে চলেছে বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। তার প্রস্তুতির জন্য তোড়জোড় করতে এখন ব্যস্ত হয়ে উঠেছে আপামর বাঙালি। বাঙালির প্রাণকেন্দ্রগুলি এই কারণেই কলকাতার পুজোর আগে একেবারে জমজমাট…

Avatar

আর কিছুদিন পরই আসতে চলেছে বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। তার প্রস্তুতির জন্য তোড়জোড় করতে এখন ব্যস্ত হয়ে উঠেছে আপামর বাঙালি। বাঙালির প্রাণকেন্দ্রগুলি এই কারণেই কলকাতার পুজোর আগে একেবারে জমজমাট হয়ে উঠেছে। গরিয়াহাট, হাতিবাগান, ধর্মতলা, বড়বাজারের মতো হোলসেল মার্কেটে যেন তিল ধারনের জায়গা নেই। দূর দূরান্ত থেকে সস্তায় শপিং করতে এখানে আসেন বহু মানুষ। তবে শুধুমাত্র এটাই তো হবে না ফিরতেও তো হবে। তাই ফেরার সময় হয় আসল সমস্যা। জিনিসপত্রের ব্যাগ নিয়ে ভিড় বাসে প্যাচপ্যাচে গরমে বাড়ি ফিরতে সমস্যায় পড়েন তারা। আর তাদের সাথে সাথে এই সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা।

তাই এবারে সেই সমস্যা সমাধান করতে রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে আগামী শনিবার থেকে কলকাতার রাস্তায় চলতে শুরু করেছে বিশেষ শপিং বাস। চলতি মাসের ১০ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত কলকাতায় তিনটি জোনে এই বাস চলবে। বড়বাজার, ধর্মতলা এবং নিউমার্কেট জোনের জন্য ধর্মতলা থেকে এই বাস চলবে। হাতিবাগান মার্কেটের জন্য নির্দিষ্ট জোন হলো শ্যামবাজার এবং তৃতীয় জোন হল গড়িয়াহাট। অর্থাৎ শহরের বিভিন্ন প্রান্ত থেকে শপিং করতে আসা যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে এই স্পেশাল বাস।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

জানা যাচ্ছে বেলা বারোটা থেকে রাত নটা পর্যন্ত এই বাস চলাচল করবে। ব্যারাকপুর কোর্ট, ডানলপ, হাওড়া স্টেশন, পর্ণশ্রী, বেহালা চৌরাস্তা সহ একাধিক এলাকার উপর দিয়ে এই বাস চলাচল করবে। ধর্মতলা আগামী বাস পাওয়া যাবে হাওড়া স্টেশন থেকে এবং ধর্মতলায় পৌঁছে এই বাস দাঁড়াবে গ্র্যান্ড হোটেলের বিপরীতে। বালিগঞ্জ বাস টার্মিনাস থেকে গড়িয়া হাটের বাস পাওয়া যাবে এছাড়াও বাগবাজার থেকে পাওয়া যাবে শ্যাম বাজারের বাস।

পশ্চিমবঙ্গের সরকারি পরিবহন সংস্থা ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতার বিভিন্ন রাস্তায় মোট কুড়িটি বাস চালাবে। সাধারণ নন এসি বাসের ভাড়া মতোই এই বাসের ভাড়া হতে চলেছে বলে জানিয়েছে wbtc। পুজোর মৌসুমে যাতে আপনাদের শপিং করতে কোন সমস্যা না হয় তার জন্যই এই নতুন ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

About Author