Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাথরুম পরিষ্কারের স্ক্রাবার দিয়ে কোমায় থাকা রোগীর জ্ঞান ফেরানোর চেষ্টা, ট্রোলিং সোশ্যাল মিডিয়ায়

শেষমেশ কিনা বাথরুম স্ক্রাবার দিয়ে রোগীকে ইলেকট্রিক শক………ভাবা যায়! গল্পের গোরু যে একলাফে গাছে উঠতে পারে তা সন্ধ্যে সাতটার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক না দেখলে বুঝবেন না। এখন চলছে শ্যামা-দিশার অদৃশ্য ফাইট,…

Avatar

শেষমেশ কিনা বাথরুম স্ক্রাবার দিয়ে রোগীকে ইলেকট্রিক শক………ভাবা যায়! গল্পের গোরু যে একলাফে গাছে উঠতে পারে তা সন্ধ্যে সাতটার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক না দেখলে বুঝবেন না। এখন চলছে শ্যামা-দিশার অদৃশ্য ফাইট, আর তারই মাঝে ডাক্তার বাড়ির বড় ছেলে অরুণকে দিলেন বাথরুম স্ক্রাবার দিয়ে ইলেকট্রিক শক। এরফলে সোশ্যাল মিডিয়ায় হতে হয় ট্রোলের শিকার।স্মার্ট দর্শকদের এই দুর্দান্ত শটটি মনে ধরে গেছে। কৃষ্ণকলি ধারাবাহিকের এমন কীর্তি দেখে হেসে লুটোপুটি খাওয়ার মতই। সাধারণত হৃদরোগে আক্রান্ত কোনও রোগীর ক্ষেত্রে যে এইরকমভাবে শক দেওয়া হয় তা বিরল।টিআরপি বাড়ানোর চক্করে ধারাবাহিকগুলি যে সামান্য মগজটুকু খাটান না তা বলে দিচ্ছে এই রকম অভিনব শটগুলি। দর্শক টানতে যাবতীয় ঝক্কি সামলাতে হয় চিত্রনাট্যকারদের। তাই দুয়েক সময় এই আধটু ভুল হয়েই যায়।কিন্তু তাও দর্শকদের মনোরঞ্জন করেই চলছে সন্ধ্যের ধারাবাহিকগুলি।
About Author