Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

‘মমতা বাংলার বাঘিনী’, একুশে নির্বাচনে দিদির সমর্থনে শিবসেনা

একুশে বিধানসভা নির্বাচনে শিবসেনা কোন প্রার্থী দেবে না বলে ঘোষণা করে দিয়েছে

Advertisement

একুশে বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিতে চাইছে। এরই মধ্যে কিছুদিন আগে শাসকদল মমতা সরকারের পাশে দাঁড়িয়েছে আরজেডি বা সমাজবাদী পার্টি। আরজেডি নেতা তেজস্বী যাদব এবং সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব কিছুদিন আগেই মমতা সরকারকে বিধানসভা নির্বাচনের সব রকম সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছেন। এরপর একুশে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পূর্ণ সমর্থন করার কথা জানিয়ে দিলেন শিবসেনা। তারা বিধানসভা নির্বাচনে কোন আসনে প্রার্থী দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। আজ সমস্ত তথ্য শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত টুইট করে প্রকাশ করেছেন।

আজ অর্থাৎ বৃহস্পতিবার শিবসেনা দলের মুখপাত্র সঞ্জয় রাউত টুইট করে জানিয়েছেন, “বঙ্গের নির্বাচনে শিবসেনা আলাদা করে লড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে থেকে বিজেপির বিরোধিতা করে তারা নিজেদের ভূমিকা পালন করবে।” সেইসাথে তিনি এদিন তৃণমূল সুপ্রিমোর ভূয়শী প্রশংসা করে জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আসল বাংলার বাঘিনী। তিনি বাঘিনীর মত লড়াই করে নিজের অধিকার ছিনিয়ে নিতে পারেন। বিজেপির মতো দলকে শায়েস্তা করতে মমতা ব্যানার্জি যথেষ্ট। আগামী বিধানসভা নির্বাচনে শিবসেনা মমতার সাফল্য কামনা করছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় শিবসেনা ঘোষণা করেছিল যে তারা বাংলা বিধানসভা নির্বাচনে ১০০ প্রার্থী দিতে পারে। উদ্ভব ঠাকরের নেতৃত্বে সঞ্জয় রাউত “জয় হিন্দ, জয় বাংলা লিখে” নির্বাচনী লড়াইয়ের দামামা বাজিয়ে দিয়েছিল। তখন থেকেই সবাই জানতো যে এবার শিবসেনা বাংলার মাটিতে এসে নির্বাচন লড়বে। কিন্তু হঠাৎই সিদ্ধান্ত বদলে ফেলেছেন উদ্ভব ঠাকরের দল। আজকে ট্যুইটের পর কেন্দ্রীয় নেতৃত্ব দেন নিয়ে শিবসেনা রাজ্য নেতৃত্বদের সাথে বৈঠক করে শাসকদলকে সাহায্য করার রণনীতি স্থির করবে।

Related Articles

Back to top button