আপনাদের জানিয়ে রাখি, এখন এই শিল্পীর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুনভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এই ভিডিওতে ওই শিল্পীকে দেখা গেছে একেবারেই তমন্না ভাটিয়ার স্টাইলে নাচ করতে। এই শিল্পীর নাম হলো অন্তরা শুক্লা। তিনি আদতে একজন বেলি ডান্সার। প্রফেশনালি তিনি নানা জায়গায় বেলি ডান্স করে থাকেন।
সোশ্যাল মিডিয়ায় তার একাউন্টে তিনি নানা গানের সঙ্গে বেলি ডান্স আগেও করেছেন। তবে এই আজ কি রাত গানের সঙ্গে তার নাচ সত্যিই মানুষের বেশ পছন্দ হয়েছে। লোকজন এই নাচের ভিডিওর নিচে একাধিক কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। অনেকেই পোস্টে লিখেছেন, গরজিয়াস! আবার অনেকে লিখছেন, একেবারে কিলার মুভস। অনেকেই তার নাচের স্কিল নিয়েও মন্তব্য করছেন। লোকজন বলছেন, এবারে তিনি একেবারেই তমন্না ভাটিয়ার মত করে নাচটা করেছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
View this post on Instagram