Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শিবসেনা থেকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন মহারাষ্ট্রে : সঞ্জয় রাউত

মহারাষ্ট্র : শিবসেনা নেতা সঞ্জয় রাউৎ মঙ্গলবার জোর দিয়ে বলেছেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবে শিবসেনা থেকেই। মঙ্গলবার সঞ্জয় রাউৎ বলেন, "মুখ্যমন্ত্রী শিবসেনা থেকেই হবেন। মহারাষ্ট্রের রাজনীতির গতিপ্রকৃতি পরিবর্তন হচ্ছে। আপনারা…

Avatar

মহারাষ্ট্র : শিবসেনা নেতা সঞ্জয় রাউৎ মঙ্গলবার জোর দিয়ে বলেছেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবে শিবসেনা থেকেই। মঙ্গলবার সঞ্জয় রাউৎ বলেন, “মুখ্যমন্ত্রী শিবসেনা থেকেই হবেন। মহারাষ্ট্রের রাজনীতির গতিপ্রকৃতি পরিবর্তন হচ্ছে। আপনারা যেটাকে হাঙ্গামা বলছেন সেটা আসলে হাঙ্গামা না, ন্যায় বিচার ও অধিকারের জন্য লড়াই। এবং এই লড়াইয়ে বিজয় আমাদেরই হবে।” এদিকে সোনিয়া গান্ধী শিবসেনার সাথে মহারাষ্ট্রে সরকার গড়ার প্রস্তাবে না করে দিয়েছেন। সে বিষয়ে সঞ্জয় রাউৎ বলেছেন, “মহারাষ্ট্রের ব্যাপারে সিদ্ধান্ত এখানেই হবে। উদ্ধবজিই তা ঠিক করবেন। শরদ পাওয়ার বা সোনিয়া গান্ধী কি এখনও পর্যন্ত কোনও বিবৃতি দিয়েছেন?‌ রাজনীতিতে অনেক গুজব ছড়ায়। অনেক মানুষ আছেন যাঁরা এই গুজবে ইন্ধন জোগান। এব্যাপারে আমার এটুকুই বলার আছে।”

এদিকে সোমবার ফের রাজ্যপালের সাথে দেখা করেছিল শিবসেনা। সে প্রসঙ্গে রাউৎ বলেছেন, মহারাষ্ট্রে সরকার গড়তে তাদের দল কখনোই বাধা হয়ে দাঁড়াবে না। যাদের সংখ্যাগরিষ্ঠতা আছে তারাই সরকার গঠন করবে বলে মত তার। এদিকে বিজেপি সূত্রে খবর মহারাষ্ট্রে পরবর্তী সরকার তারাই গঠন করবে। খুব শীঘ্রই একটি সমাধান সূত্রে উপস্থিত হওয়া যাবে বলে বিশ্বাস বিজেপির। আগামী শনিবার শেষ হচ্ছে মহারাষ্ট্রের বর্তমান সরকারের কার্যকাল। তার আগেই নতুন রাজ্য সরকার গঠন করতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author