Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মহারাষ্ট্রে ‘সরকার গঠনে তৈরী শিবসেনা’ জানালেন সঞ্জয় রাউত

অরূপ মাহাত: বিধানসভার ফল ঘোষণা হয়েছে ২৪ অক্টোবর। তারপর থেকেই জটিলতা সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও দুই জোট শরিক বিজেপি ও শিবসেনার মধ্যে ক্ষমতার ভাগ বাঁটোয়ারা…

Avatar

অরূপ মাহাত: বিধানসভার ফল ঘোষণা হয়েছে ২৪ অক্টোবর। তারপর থেকেই জটিলতা সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও দুই জোট শরিক বিজেপি ও শিবসেনার মধ্যে ক্ষমতার ভাগ বাঁটোয়ারা নিয়ে ঐক্যমত হয়নি। শরিকি তিক্ততায় ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। রাজ্যপাল বৃহত্তম দল হিসেবে বিজেপিকে সরকার গঠনের আহ্বান জানালেও সাড়া দেয়নি মহারাষ্ট্র বিজেপি। এই অবস্থায় শিবসেনা নেতা সঞ্জয় রাউত শিবসেনার তরফে সরকার গঠনের ঈঙ্গিত দিলেন। তবে কোন অঙ্কে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবে শিবসেনা, সে বিষয়ে মুখ খোলেননি তিনি।

আরও পড়ুন : ভারতের অযোধ্যা রায় নিয়ে পাকিস্তানকে কড়া জবাব মুখপাত্র রবীশ কুমারের

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন এক ট্যুইট বার্তায় এই শিবসেনা নেতা জানান, ‘যদি কেউ সরকার গঠনে রাজি না থাকে, তাহলে শিবসেনা সেই দায়িত্ব নিতে রাজি আছে।’ এই ট্যুইটের পরেই জল্পনা ছড়াতে থাকে আরব সাগরের তীরে। মাত্র ৫৬ জন বিধায়ক নিয়ে সরকার গঠনের দাবিতে কংগ্রেস ও এনসিপির ইন্ধন রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে ঠিক কোন অঙ্কে সরকার গঠনে এগিয়ে আসে উদ্ভব ঠাকরে সেদিকেই তাকিয়ে বানিজ্য নগরী।

About Author