Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঘূর্ণিঝড়ের কবলে পূর্ব-চিন, সাগরে ডুবে গেল ৪২ জন ক্রু মেম্বারের একটি জাহাজ

বেজিং: ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে ডুবে গেলো ৪২ জন ক্রু মেম্বারের একটি জাহাজ। প্রায় ৬ হাজার গবাদি পশু নিয়ে নিউজিল্যান্ড থেকে চিন পাড়ি দিয়েছিলো ওই জাহাজ৷ কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই পূর্ব চিন…

Avatar

বেজিং: ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে ডুবে গেলো ৪২ জন ক্রু মেম্বারের একটি জাহাজ। প্রায় ৬ হাজার গবাদি পশু নিয়ে নিউজিল্যান্ড থেকে চিন পাড়ি দিয়েছিলো ওই জাহাজ৷ কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই পূর্ব চিন সাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি৷১১,৯৪৭ টনের গালফ লাইভস্টক ওয়ান জাহাজটি জাপানের আমামি ওশিমা উপকূলের কাছাকাছি অঞ্চলেই ডুবে যায়৷ এখনো পর্যন্ত ৪২ জনের মধ্যে বেঁচে আছেন মাত্র ১ জন। কিন্তু প্রাণ বাঁচানোর জন্য বাকি কর্মীরা জলে ঝাঁপ দিলেও তাদের এক জনেরও এখনো হদিশ মেলেনি।রাতের অন্ধকারেই নিখোঁজ কর্মীদের উদ্দেশ্যে খোঁজ চালানোর কাজ শুরু হলেও এখনো পর্যন্ত উদ্ধারকারীর দল জাহাজের একজন কর্মীকেই খুঁজে পেয়েছে৷ জাপানের ন্যাভি পি-৩০ সারভাইল্যান্স এয়ারক্রাফ্ট লাইফ জ্যাকেট পরে থাকার কারণে সমুদ্রের ভাসমান অবস্থায় একজন ফিলিপিন্সের কর্মীকেই খুঁজে পেয়েছে।সুত্রের খবর , জাহাজটি সংযুক্ত আরব আমিরশাহির৷ কর্মীদের মধ্যে ২ জন নিউজিল্যান্ড, ২ জন অস্ট্রেলিয়ার এবং বাকি ৩৮ জন ফিলিপিন্সের বাসিন্দা ৷ বাকিদের এখনো তল্লাশি চলছে। 
About Author