Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Viral Video: সাদা ওয়েস্টার্ন পোশাকে উন্মুক্ত ক্লিভেজ, শিল্পার বোল্ড লুক দেখে কাঁপলো নেট দুনিয়া

বলি দুনিয়ার সবথেকে ফিট কয়েকজন অভিনেত্রীর তালিকায় অবশ্যই ১ নম্বরে রয়েছেন শিল্পা শেঠি। এই বয়সেও তিনি তাবড় তাবড় অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন সবদিক থেকেই। সম্প্রতি হাঙ্গামা ২ ছবিতেও অভিনয় করে…

Avatar

বলি দুনিয়ার সবথেকে ফিট কয়েকজন অভিনেত্রীর তালিকায় অবশ্যই ১ নম্বরে রয়েছেন শিল্পা শেঠি। এই বয়সেও তিনি তাবড় তাবড় অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন সবদিক থেকেই। সম্প্রতি হাঙ্গামা ২ ছবিতেও অভিনয় করে তিনি বলিউডে আবার কামব্যাক করেছেন। এছাড়াও নিকম্মা ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। ছবিটি বক্স অফিসে ঝড় তুলতে সক্ষম না হলেও, শিল্পা শেঠি নিজের ভূমিকায় বেশ ভালো অভিনয় করেছিলেন। এছাড়া প্রতিনিয়ত ব্যায়াম ও যোগা তো রুটিনের মধ্যে আছেই। তার মধ্যেই এবারে তার একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। এই ভিডিওটিকে খুব নতুন ভিডিও বলাটা হয়তো ভুল হবে। কিছুদিন আগে তাকে এই পোশাকে দেখা গিয়েছিল একটি অ্যাওয়ার্ডের আসরে। সম্প্রতি ফিল্মিজ্ঞান এই পুরোনো লুকের ভিডিও ও ছবি পুনরায় ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

সাদা পোশাকে ঝড় তুলেছেন অভিনেত্রী

সম্প্রতি ভাইরাল হয়ে যাওয়া এই ভিডিওতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে একটি দুর্দান্ত সাদা রঙের পোশাকে। তাকে দেখা যাচ্ছে একটি সাদা রঙের লং জাম্পস্যুতে সুসজ্জিত অবস্থায়। তার সাথেই তিনি পরেছেন একটি ওভার কোট। এই ভিডিওতে তার ক্লিভেজ স্পষ্টতই দৃশ্যমান। ফলে সেদিকে মানুষের দৃষ্টি আকর্ষিত হয়েছে বলা যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলতে শুরু করেছে। অনেকে বলছেন, এই ভিডিওটি তখন শ্যুট করা হয়েছিল যখন তিনি তার শেষ ছবি নিকাম্মা এর প্রচারের জন্য মুম্বাইতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন।তবে সেরকম কিছু সরাসরি দাবি করা হয়নি ফিল্মিজ্ঞান সংস্থার তরফ থেকে।

সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল এই লুক

সবথেকে মজার ব্যাপারটা হলো, এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। এই ভিডিওতে শিল্পা নিজের ক্লিভেজ ফ্লন্ট করেছেন এবং মানুষজন সেটা নিয়ে কমেন্ট বক্সে নানারকমের মন্তব্য করেছেন। এমনকি তার ফিগার ও তার ফিটনেস নিয়েও অনেকেই আলোচনা করেছেন। সব মিলিয়ে শিল্পা শেঠির এই লুক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছে এবং নিজের সিনেমার জন্য বর্তমানে না হলেও, তার এই ভাইরাল লুকের জন্য সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এলেন অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা।
 
View this post on Instagram
 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

About Author