Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Shilpa Shetty : ছোট্ট বোনকে এখন থেকে যোগা প্র্যাকটিস ফিটনেস সচেতন শিল্পা শেট্টির ছেলে ভিয়ানের! রইলো ভিডিও

বলিউড তারকাদের মধ্যে শিল্পা শেট্টি যে দরুণ ফিটনেস সচেতন, তা সকলের জানা। অভিনেত্রী, ভালো ড্যান্সার আর স্বাস্থ্য সচেতন এই তিন গুণে গুণবতী শিল্পা শেট্টি। একদিকে যেমন নিজের ফিটনেসের দিকে যেমন…

Avatar

By

বলিউড তারকাদের মধ্যে শিল্পা শেট্টি যে দরুণ ফিটনেস সচেতন, তা সকলের জানা। অভিনেত্রী, ভালো ড্যান্সার আর স্বাস্থ্য সচেতন এই তিন গুণে গুণবতী শিল্পা শেট্টি। একদিকে যেমন নিজের ফিটনেসের দিকে যেমন নজর দেন, তেমন নিজের পরিবারের অন্যান্য সদস্যদের ফিটনেসের দিকেও ততটাই নজর দিতে ভালোবাসেন অভিনেত্রী। শিল্পা শেট্টি যেমন ফিটনেশ ফ্রিক এখন থেকে তাঁর দুই ছেলে মেয়ে মায়ের পথ অনুসরণ করছেন। সন আর তার প্রমাণও পাওয়া গেল।

ধীরে ধীরে সব ভুলে স্বাভাবিক হওয়ার চেষ্টায় আছেন অভিনেত্রী শিল্পা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াত নিজের দুই ছেলেমেয়ের এক কীর্তি ফাঁস করেছিলেন শিল্পা। শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে ছোট্ট ভিয়ান নিজের ছোট বোন একরত্তি শামিশাকে এই বয়স থেকে যোগ ব্যায়াম শেখানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে একাধিক যোগাসন দেখিয়ে তা ছোট বোনকে যোগাসনের প্র‍্যাক্টিস করাচ্ছে ভিয়ান। অন্যদিকে মনযোগ সহকারে দাদার কাণ্ড দেখে তা এক মনে সাধ্যমতো নিজের মতো করে করার চেষ্টা করছে খুদে শামিশাও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভিডিওতে শিল্পাকে দেখা না গেলেও শোনা গেছে তাঁর কন্ঠস্বর। তিনি একরত্তিকে ক্রমাগত যোগব্যায়াম করার জন্য উৎসাহিত করে যাচ্ছিলে। কিন্তু শেষমেশ আর না পেরে হাঁপিয়ে গিয়ে এসব ছেড়ে নিজের মনের মতো করে হাঁটা লাগায় ওই একরত্তি। এই মিষ্টি ভিডিও শেয়ার করে ক্যাপশনে বলি-সুন্দরী লেখেন, ‘শিশুরা অনেকটা নরম কাদার মতো হয়। এই সময়ে সুস্থ জীবনযাপন করার ব্যাপারে তাদের শিক্ষা দেওয়া উচিত। সুষম খাবার, শরীরচর্চা, মেজাজ শান্ত রাখা, ইত্যাদি শেখানো উচিত। এটাই ভিয়ানকে শেখানোর চেষ্টা করে এসেছি আমি। তাই এখন যখন দেখি সেই শিক্ষা ইতিমধ্যেই তাঁর ছোট বোনকে দেওয়ার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে সে, তা দেখে মন ভরে যায়। গর্বও হয়। তাই ওদের দেখেই নিজেকে সুস্থ ও ফিট রাখার ইচ্ছে বেড়ে যায় আরও বহুগুণ। বুঝি নিজের জন্য তো বটেই ওদের জন্যেও সুস্থ থাকতে হবে আমাকে’।

বলি-অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিও ইতিমধ্যেই পছন্দ করেছে নেটবাসীরা। এই ভিডিয়োর কমেন্ট বক্সেও নেট নাগরিকদের ভালোবাসা ও শুভেচ্ছা ভরে গিতেছে সেই কমেন্ট তারই প্রমাণ। এই মুহূর্তে অভিনেত্রী। এই মুহূর্তে অভিনেত্রী নিজের সুপার ড্যান্সারের কাজ নিয়ে বেশ ভালোই ব্যস্ত আছেন।

About Author