Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মেনুতে বেগুন ভর্তা, মা-কে বাড়ির গাছ থেকে বেগুন তুলে দিল ছেলে ভিয়ান

করোনা অতিমারীর কারণে আংশিক লকডাউনের পথে হেঁটেছে মহারাষ্ট্র। রণবীর কাপুর (Ranbir kapoor), আলিয়া ভাট (Alia bhatt), নীতু সিং (nitu singh), ক্যাটরিনা কাইফ (Katrina kaif), নীল নীতিন মুকেশ (Nil nitin mukhesh),…

Avatar

করোনা অতিমারীর কারণে আংশিক লকডাউনের পথে হেঁটেছে মহারাষ্ট্র। রণবীর কাপুর (Ranbir kapoor), আলিয়া ভাট (Alia bhatt), নীতু সিং (nitu singh), ক্যাটরিনা কাইফ (Katrina kaif), নীল নীতিন মুকেশ (Nil nitin mukhesh), পরেশ রাওয়াল (paresh Rawal), করোনার গ্রাস থেকে বাদ যাচ্ছেন না কেউই। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর (shravan Rathod)। করোনা এড়াতে সলমন খান (salman khan) কাজ করছেন ‘বায়ো বাবল’- এ থেকে। কিন্তু এর মধ্যেই এমন কিছু তারকাও আছেন, যাঁরা ঘরের মধ্যেই থাকতে পছন্দ করছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন শিল্পা শেঠি (Shilpa shetty)। আনলক পর্বে গোয়া গেলেও এই মুহূর্তে পরিস্থিতির গুরুত্ব বুঝে শিল্পা বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

কিন্তু তারকার সময় কি আর এত সহজে কাটে? তাই শিল্পা মন দিয়েছেন রান্নায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শিল্পা ও তাঁর ছেলে ভিয়ান (viyan) নিজেদের বাড়ির বাগানে বেগুন তুলতে ব্যস্ত। শিল্পা গত বছর লকডাউনের সময় বেগুন ভর্তা বানিয়েছিলেন। সেই রেসিপি শিল্পা নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন। এবারেও বাড়ির ফ্রেশ অর্গানিক বেগুন দিয়ে বেগুন ভর্তা বানাবেন শিল্পা। কারণ এটি তাঁর ছেলে ভিয়ানের খুব প্রিয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

2012 সালে শিল্পা ও রাজ (Raj kundra)-র পুত্রসন্তান ভয়ানক জন্ম হয়েছিল। আট বছর বয়সী ভিয়ানের মা শিল্পা নেহা ধুপিয়া (Neha dhupia)-র শো ‘নো ফিল্টার নেহা’-য় এসে বলেছিলেন, প্রথমবার মা হওয়ার সময় ভয় পেলেও আজ 45 বছর বয়সে এসে তিনি যথেষ্ট পরিণত। সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছে শিল্পার মেয়ে সামিশা (samisha kundra)-র। সামিয়া ও ভিয়ানকে নিয়েই এখন সময় কাটছে শিল্পার।

About Author