Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Shilpa Shetty: নিজের ‘‌অওকাত’‌ নিয়ে প্রকাশ্যে কথা বললেন! সুপার ডান্সার ছাড়ার কথা কেন বললেন শিল্পা

শিল্পপতি স্বামী রাজ কুন্দ্রার দৌলতে বিটাউনের পেজ থ্রিয়ের চর্চায় উঠে এসেছেন শিল্পা শেট্টি কুন্দ্রা। পর্ন ভিডিও তৈরি ও তা বিভিন্ন অ্যাপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ কুন্দ্রা গ্রেফতার হন। এর পর…

Avatar

By

শিল্পপতি স্বামী রাজ কুন্দ্রার দৌলতে বিটাউনের পেজ থ্রিয়ের চর্চায় উঠে এসেছেন শিল্পা শেট্টি কুন্দ্রা। পর্ন ভিডিও তৈরি ও তা বিভিন্ন অ্যাপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ কুন্দ্রা গ্রেফতার হন। এর পর থেকেই রাজের কুকীর্তির জন্য শিল্পাকে নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জন। অনেকের প্রশ্ন রাজ ঘরণী ও তাঁর পরিবার কি এই ব্যবসার সাথে জড়িয়ে। তবে এসবে সবচেয়ে বেশি প্রভাব পড়ে শিল্পার ওপর। নানান জায়গায় নানা ভাবে ট্রোল্ড হন অভনেত্রী।স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকে সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিজেকে অন্তরালে রেখেছিলেন শিল্পা মপ্রায় একমাস একেবারে অন্তরালে চলে গেছিলেন অভিনেত্রী। তবে স্বামী জামিন পেতেই ১৮ অগস্ট বুধবার ফের যোগ দিলেন কাজে। ডান্স রিয়েলিটি শো-র সেটে বিচারক হিসেবে ফের দেখা পাওয়া যায়। আর এই দিন প্রতিযোগি থেকে বিচারক সকলেই অভিনেত্রীকে বিশেষ ভাবে অর্ভথ্যনা জানান।ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছেন অভিনেত্রী। সুপার ড্যান্সের মঞ্চে শিল্পা থাকবে আর ‘সুপার সে উপর’ কমেন্ট থাকবেনা তা কখনো হয়না। এই কমেন্ট নিমেষে মন ভালো করে দেয় যে কোনও প্রতিযোগীর। পাশাপাশি এই কমেন্ট সকল প্রতিযোগীদের পরবর্তী ভালো পারফর্মেন্স করার উৎসাহ দেয়। । তবে, চলতি সপ্তাহে শিল্পাকে বলতে শোনা গেল, তিনি আর এই শো-র বিচারক হিসেবে থাকার যোগ্য আছে বলে মনে করছেন না কিন্তু কেন? হঠাৎ কি হল?সোনি টিভির ইনস্টাগ্রাম প্রোমোতে দেখা যাচ্ছে, চলতি সপ্তাহে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন গোবিন্দা আর চাঙ্কি পাণ্ডে। পরী নামের এক প্রতিযোগী ও তাঁর ‘সুপার গুরু’ পঙ্কজ তাঁর নাচের মাধ্যমে ট্রিবিউট জানান সুপার ড্যান্সার মাইকেল জ্যাকসনকে। এই দিন দুজনে মাইকেলের কিছু ‘ফেমাস’ ডান্স মুভও করতে দেখা যায় তাঁকে, যার মধ্যে ছিল মুন ওয়াকও। ‘দুলহে রাজা’ সিনেমার ‘কেয়া লাগতি হে হ্যায় রাব্বা’তে সেই ডান্স পারফর্ম করেন দুজনপরীর নাচ দেখে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলেন সকল বিচারকরা। চাঙ্কিকে বলতে শোনা যায়, ‘ওহ বাপ রে’। আর এরপরক্ষণে শিল্পা বলে ওঠেন, ‘আমি এই শো ছেড়ে চললাম। অওকাত নেই আমার’। না তিনি রাগ করে বলেননি। পরীর নাচ দেখে বলেছেন। এই দিন শো-র প্রত্যেক প্রতিযোগীই জনপ্রিয় বলিউড গানে নাচ করে দৃষ্টি আকর্ষণ করেছে গোবিন্দা ও চাঙ্কির। সঙ্গে হয়েছে ভুরি ভুরি প্রশংসাও। আর এই ভিডিও বেশ ভালোই ভাইরাল নেটদুনিয়াতে।
About Author